Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডেলি প্যাসেঞ্জার দের জন্য সুখবর

আগামী বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন।প্রথমে যা ঠিক হয়েছিল তার থেকে বেশি ট্রেন চলবে হাওড়া ও শিয়ালদহ থেকে।ফলে দুর্ভোগ কমবে বলেই মনে হচ্ছে ।এরি মধ্যে রেল ঘোষনা করলো রেল বন্ধ হবার পরে যাদের মাসিক ও ত্রৈমাসিক টিকিট কাটা ছিল তাদের …

 


আগামী বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন।প্রথমে যা ঠিক হয়েছিল তার থেকে বেশি ট্রেন চলবে হাওড়া ও শিয়ালদহ থেকে।ফলে দুর্ভোগ কমবে বলেই মনে হচ্ছে ।

এরি মধ্যে রেল ঘোষনা করলো রেল বন্ধ হবার পরে যাদের মাসিক ও ত্রৈমাসিক টিকিট কাটা ছিল তাদের লোকসান হবে না।যার যে কদিন মেয়াদ ছিল টিকিটের তাঁরা চলার পর থেকে ঠিক ততদিন মেয়াদ পাবেন।যদি লকডাউনের পর কারো টিকিটের মেয়াদ এক মাস থেকে থাকে তিনি বুধবার থেকে একমাস বাড়তি যাতায়াত করতে পারবেন।আগামী কাল সোমবার থেকে রেলের কাউন্টার থেকে পুরানো টিকিট দেখিয়ে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।

রেলের এ হেন সিদ্ধান্তে খুশি ডেলি প্যাসেঞ্জারের দল।কারন তাঁদের ধারনা ছিল লকডাউনে তাদের টিকিট শেষ হয়ে গেছে।

ভারতীয় রেল তা ফিরিয়ে দিল যাত্রী দের।

বুধবার কি ভাবে মানুষ ট্রেনে উঠবেন, কতজন যাত্রী যেতে পারবেন, কি কি নতূন নিয়ম চালু হচ্ছে সব জানিয়ে দেবে রেল।

রাজ্য পুলিশ ও রেল পুলিশ যাত্রী দের করোনা আবহে যাতায়াতের, টিকিট কাটা, প্লাট ফর্মে দাঁড়ানো, সব ব্যাপারেই অবগত করবে।

এখন প্রশ্ন প্রতিদিন হাজার হাজার যাত্রী লোকালে চড়লে সংক্রমণ বাড়বে কিনা।


তরুন চট্টোপাধ্যায় ।