গতকাল শনিবার ছিল বিহার বিধানসভার তৃতীয় ও শেষ দফার ভোট।মঙ্গলবার 10 নভেম্বর ভাগ্য নির্ধারণ হবে বিহার ভোটের।কোন দল ক্ষমতায় এলো।মুখ্যমন্ত্রী পদে আবার নিতীশ কুমার না তেজস্বী যাদব।না অন্য কেউ।এ নিয়ে দিন ভোর উত্তেজনা বিহার জুড়ে ।পরিবর্ত…
গতকাল শনিবার ছিল বিহার বিধানসভার তৃতীয় ও শেষ দফার ভোট।মঙ্গলবার 10 নভেম্বর ভাগ্য নির্ধারণ হবে বিহার ভোটের।কোন দল ক্ষমতায় এলো।মুখ্যমন্ত্রী পদে আবার নিতীশ কুমার না তেজস্বী যাদব।না অন্য কেউ।এ নিয়ে দিন ভোর উত্তেজনা বিহার জুড়ে ।
পরিবর্তন অপেক্ষা করছে বিহারে।তৃতীয় দফায় ভোট গ্রহণ শুরু হবার পরেই আত্ম বিশ্বাসী আর জে ডি নেতা তেজস্বী যাদব বলেই দিলেন।এল জে পি নেতা চিরাগ পাশোয়ানের দাবি মুখ্যমন্ত্রী হিসাবে বিহারে আর ফিরছে না নীতিশ কুমার ।
এদিকে পুর্নিয়া র জনসভায় নীতিশ কুমার নিজেও বলেন এটি তার শেষ ভোট।শেষ ভালো যার সব ভালো।
সব ঠিক আছে।শনিবার তৃতীয় দফার ভোট শেষে ফলাফলের জন্য মাঝে তো দুটি দিন।তার পরেই পরিস্কার হয়ে যাবে সবকিছু ।তার মধ্যেই অবশেষে চলে আসবে বুথ ফেরত সমীক্ষা ।
শনিবার সকাল সাতটা বাজার সঙ্গে সঙ্গেই তৃতীয় ও শেষ দফার ভোট শুরু হয়ে যায় ।243 টি আসনের মধ্যে এদিন বাকি 78টি আসনে ভোট হয়।এদিনের ভোটে মোট ভোটার সংখ্যা ছিল 2 কোটি 34 লক্ষ্য ।
শনিবারের শেষ প্রহরের ভোট অনেক হিসাব বদলে দিতে পারে বলে বিহারের মানুষের অনুমান।তেজস্বী যাদব কে জঙ্গলের যুবরাজ আখ্যা দিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আর তেজস্বী বলেছিলেন উনি তো বড়লোকের দল।30 টি হেলিকপ্টার কে নামিয়েছেন বিহার ভোটে।লালু প্রসাদের সময় বিহার ছিল জঙ্গল, আর নীতীশ এসে জঙ্গল কেটে নগরী বানিয়েছে ,একথা সত্য নয়।আশাবাদী তেজস্বী ।তাঁর দল জিতবেই।এদিকে প্রধানমন্ত্রী নিতীশ কে তো মুখ্যমন্ত্রী বলেই রেখেছেন।
শেষ ভোটের উল্লেখ যোগ্য বিধান সভা গুলি হলো সীমাঞ্চলের আরারিয়া, কাটিহার, পুর্নিয়া ও মেধেপুরা।মিথিলার দ্বারভাঙা ও মধুপুরী।এছাড়া ও নজরে পড়া কেন্দ্র গুলি হলো রক্রোল ,গাইঘাট, হাবলাখি,চিবাইয়া জাল ও বেনিয়াপট্টি।
এই পর্বে সবচেয়ে বড় ফ্যাক্টর সীমাঞ্চল কোশি।এখানে এন ডি এ ও মহাজোটের পাশাপাশি জোর লড়াই আসাউদ্দিন ওয়াইসির দলের।এই দলটি মুসলিম অধ্যুষিত ভোটার এলাকায় ভাল ফল করলেও করতে পারে।কারন আসাউদ্দিন নিজেই এই সব কেন্দ্রে ভোটের প্রচারে এসেছেন।
শেষ পর্বের ভোটে হেভিওয়েট প্রার্থীরা হলেন, বিহারী গঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরৎ যাদবের মেয়ে সুভাষিনী শরৎ যাদব।
মুজফফর পুর কেন্দ্র থেকে লড়ছেন বিহার বিধানসভার স্পীকার তথা জনতা দল ইউনাইটেডের নেতা বিজয় কুমার চৌধুরী ।
নগরোন্নয়ন মন্ত্রী ও বিজেপি নেতা সুরেশ কুমার শর্মা ও এদিন ভোটে লড়েন।
বিহারের ভোট শেষ।এবার ফলাফল প্রকাশ ।বুথ ফেরত প্রথম সমীক্ষা ছিল নিতীশের অনুকূলে।কিন্তু যত দিন গেছে তা যে খুব সহজ হবে না বুঝেছেন নীতিশ ও তাঁর জোট সঙ্গী বিজেপি দল।তেজস্বী যাদবের দল ও উঠে পড়ে মাঠে নেমেছেন লালু প্রসাদের পুরানো গৌরব ফিরিয়ে আনতে।এখন অপেক্ষা মঙ্গলবারের।এদিন ভোট গননা।আর গননা শুরু হলেই বোঝা যাবে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।
আর সেটি নীতীশ কুমার না তেজস্বী যাদব।
বিহার নিয়ে এখন টান টান উত্তেজনা সমগ্র ভারত জুড়েই।
তরুন চট্টোপাধ্যায় ।