Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোণা বিধিনিষেধ মেনে কালী পুজো করতে হবে উদ্যোক্তাদের নির্দেশ মহামান্য হাইকোর্টের

করোণা বিধিনিষেধ মেনে কালী পুজো করতে হবে উদ্যোক্তাদের এমনটাই নির্দেশ মহামান্য হাইকোর্টের এবং রাজ্য সরকারের। তমলুকের পুজো প্যান্ডেল গুলি ঘুরে দেখলেন জেলা পুলিশ প্রশাসন।
করোণা পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশ মেনে যেমনভাবে দুর্গোৎসব হয…

 


করোণা বিধিনিষেধ মেনে কালী পুজো করতে হবে উদ্যোক্তাদের এমনটাই নির্দেশ মহামান্য হাইকোর্টের এবং রাজ্য সরকারের। তমলুকের পুজো প্যান্ডেল গুলি ঘুরে দেখলেন জেলা পুলিশ প্রশাসন।


করোণা পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশ মেনে যেমনভাবে দুর্গোৎসব হয়েছে তেমনি কালীপুজোতেও হাইকোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে চলতে হবে কালীপুজো উদ্যোক্তাদের।দর্শনার্থীদের জন্য পুজো প্যান্ডেলের সামনের অংশ পুরোপুরি খোলা রাখতে হবে,প্রতিমা দর্শন এর ক্ষেত্রে সমস্ত দর্শনার্থীদের মুখে অবশ্যই মাস্ক পরতে হবে।কালীপুজো উদ্যোক্তারা নিয়ম পালন করছেন কিনা এমনটাই দেখতে তমলুকের পুজো প্যান্ডেল গুলি পরিদর্শন করলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস সহ পুলিশ আধিকারিকরা। তমলুক শহরের রয়েছে সতীর 51 পীঠের একপিঠ দেবী বর্গভীমা।তমলুক শহরের কালীপুজো উদ্যোক্তারা শোভাযাত্রা সহকারে দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিতে আসেন প্রত্যেক বছরই। কিন্তু এবছর করোণা পরিস্থিতিতে সমস্ত শোভাযাত্রা বন্ধ থাকবে।শুধুমাত্র দুই একজন এসে দেবী বর্গভীমার পুজো দিয়ে তবেই পুজো শুরু করবেন তমলুকে কালীপুজো উদ্যোক্তারা।পাশাপাশি বিভিন্ন বাজারে শব্দবাজি বা আতশবাজি বিক্রি হচ্ছে কিনা ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। এবারে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়েছেন মহামান্য আদালত।