গতকাল বুধবার থেকে চালু হয়েছে লোকাল ট্রেন চলাচল।হাওড়া, শিয়ালদহ ও খড়গপুর ডিভিশন থেকে সময় সূচী মেনেই ট্রেন চলে।সকালের দিকে স্বাস্থ্য বিধি মেনে চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চেনা ছবি ফিরে আসে।সোসাল ডিসটেন্ট তো দূরের কথা এক সিটে ঘেঁষাঘ…

গতকাল বুধবার থেকে চালু হয়েছে লোকাল ট্রেন চলাচল।হাওড়া, শিয়ালদহ ও খড়গপুর ডিভিশন থেকে সময় সূচী মেনেই ট্রেন চলে।সকালের দিকে স্বাস্থ্য বিধি মেনে চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চেনা ছবি ফিরে আসে।সোসাল ডিসটেন্ট তো দূরের কথা এক সিটে ঘেঁষাঘেঁষি করে চারজনকেও বসতে দেখা যায় ।মুখের মাস্ক নামিয়ে গল্প থেকে শুরু করে চেনা ছবি তাস খেলাও চলে।টিফিনের কৌটো খুলে ভাগাভাগি করে খাবার দৃশ্য ও দেখা যায় ।প্রথম দিকে পুলিশের তৎপরতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ফিকে হয়ে যায় ।
বুধবার রাত দশটা নাগাদ হাওড়া স্টেশনের ছবিটিও উদ্বেগ জনক।দূরপাল্লার ট্রেনের যাত্রী দের লাইন করে গেট দিয়ে ভিতরে ঢোকার সময় একই ছবি চোখে পড়ে।সোসাল ডিসটেন্ট দূর অস্ত ।গাদাগাদি করে মানুষ ছোটেন নির্দিষ্ট দূর পাল্লার ট্রেনের প্লাটফর্মের দিকে।
আজ সকাল থেকেও স্টেশনে দেখা যায় পুরোনো ছবি।ট্রেন চালু হওয়ায় মানুষ খুশি ।কিন্তু স্বাস্থ্য বিধি না মেনে চললে সংক্রমণ তো হবেই।
তরুন চট্টোপাধ্যায় ।