Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নোট বন্দীর চার বছরেও ফিরলো না কালোধন

আজ থেকে ঠিক চার বছর আগে নোট বন্দী করে দেশবাসীকে চমক দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ।কালো ধন ফেরত আনতে মোদীর এই চমকে ভুলে ছিলেন দেশবাসী ।কিন্তু আজ ও সেই কালো ধন ফিরে আসেনি।একটি ফ্লপ শো ছাড়া যে এটি আর কিছুই নয়।201…

 


আজ থেকে ঠিক চার বছর আগে নোট বন্দী করে দেশবাসীকে চমক দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ।কালো ধন ফেরত আনতে মোদীর এই চমকে ভুলে ছিলেন দেশবাসী ।কিন্তু আজ ও সেই কালো ধন ফিরে আসেনি।একটি ফ্লপ শো ছাড়া যে এটি আর কিছুই নয়।

2016 সালের 8 নভেম্বর রাত আট টার সময় সমগ্র দেশবাসীর উদ্দেশে দশ মিনিটের ভাষন দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আর সেই ভাষনের সারকথা ছিল 500 আর 1000 টাকার নোট বাতিল হলো।চমকে উঠেছিল দেশবাসী ।এ কেমন সিদ্ধান্ত ।কিন্তু মোদী বললেন সব কালো ধন ফিরিয়ে আনতে তাঁর এই ঐতিহাসিক পদক্ষেপ।বিশ্বাস করলেন দেশবাসী ।হয়তো সত্যি সত্যি কালো টাকা ধরা পড়বে।

পরের দিন থেকেই ব্যাঙ্কের সামনে লম্বা লাইন।যাঁর কাছে যত নোট আছে তা বদল করতে চান মানুষ ।সময় মতো বদল না হলে সেই টাকা জলে।ব্যাঙ্কের কর্মী রাও সকাল থেকে রাত কাজ করে গেলেন।অক্লান্ত পরিশ্রমের ফলে সব নোট পরিবর্তন করা হলো।কিন্তু কি ফল হলো এতে।কালো ধন তো আজও ফিরলো না।নোট বদলের লাইনে দাঁড়িয়ে মারা গেলেন 104 জন মানুষ ।ভিড় ঠাসাঠাসি ব্যাঙ্কের সব কাজ উঠলো শিকেয়।মানুষ উদভ্রান্তের মতো ভোর থেকে লাইন দিলেন কাউন্টারে।সে কিউ ব্যাঙ্কের দরজা ছাড়িয়ে পৌঁছে গেল বহূ দূর।

       নোট বন্দীর ফলে দেশের জিডিপি গ্রোথ রেট নামলো অনেকটাই ।দেশের আর্থিক বিকাশ কমে গেল পাঁচ শতাংশ ।

প্রধানমন্ত্রীর এই হঠকারী সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ পড়লেন বিপাকে।

দেশের 15.44 লক্ষ্য কোটি টাকার বাতিল নোটের মধ্যে মাত্র 16 হাজার কোটি টাকার হদিস নেই।বাকি সব টাকাই ফিরে এলো।হিসেবে দেখা যাচ্ছে নোট বাতিল করার পর 99 শতাংশ টাকাই ফিরে এসেছিল।তবে কালো ধনের কি হলো।

কংগ্রেস নেতা পি চিদম্বরমের প্রশ্ন তবে কি কালো টাকা কে সাদা করাটাই উদ্দেশ্যে ছিল নোট বন্দীর।

        ঢাঁক ঢোল পিটিয়ে কালো টাকা ঘরে তুলতে মোদী সরকার সাত মন তেল পোড়ালো কিন্তু রাধা নাচলো না।উল্টে দেশবাসী পড়লেন চরম সমস্যার মধ্যে ।যদিও আর বি আই বললেন এখন থেকে মানুষ প্লাস্টিক মানিতে কাজ করবে।সকলের টাকা ব্যাঙ্কের খাতায় আসাতে আয়কর ও জমা পড়লো বেশি।

কিন্তু উদ্দেশ্যে ছিল তো কালো ধন ফেরত আনার।তা কিন্তু এলো না এতটুকু ।অথচ এই যজ্ঞ করতে গিয়ে সরকারের খরচ হলো অনেক বেশি।কেউ কেউ এই সুযোগে কালো টাকা কে সাদা করে নিলেন।

তবুও দেশের প্রধানমন্ত্রী আজও স্বীকার করেননি নোট বন্দী ভুল পদক্ষেপ ছিল।কালোধন ফিরে আসেনি।

নোটবন্ধীর চার বছর কেটে গেলেও আজ ও সুফল এলো না।আর আসবেও না ভবিষ্যতে ।

আর দেশবাসী হলেন চরম বিপর্যয়ের শিকার।

আজও নতূন নোট বাজারে আসার পর জাল টাকাও আটকানো যায় নি।ফিরে আসেনি কালো ধন।

অথচ কত আশা করেছিলেন দেশবাসী ।


তরুন চট্টোপাধ্যায় ।