Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন।

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।সমস্ত জল্পনা ছেড়ে আগামী 11 নভেম্বর থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন চলাচল। 231 দিন পর আবার সচল হতে চলেছে লোকাল ট্রেনের চাকা। এবছর 24 মার্চ থেকে বন্ধ হয়েছিল লোকাল ট্রেনের চলাচল। লকডাউন ঘোষিত হবার পর থেকেই লোক…

 


তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

সমস্ত জল্পনা ছেড়ে আগামী 11 নভেম্বর থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন চলাচল। 231 দিন পর আবার সচল হতে চলেছে লোকাল ট্রেনের চাকা। এবছর 24 মার্চ থেকে বন্ধ হয়েছিল লোকাল ট্রেনের চলাচল। লকডাউন ঘোষিত হবার পর থেকেই লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছিল করোনা সংক্রমণ রুখতে। তারপর একে একে মেল এক্সপ্রেস ফিরে এলেও লোকাল আসেনি। আগামী বুধবার থেকে সেই লোকাল ফিরতে চলেছে। এখন দেখা যাক সংক্রমণকে দূরে সরিয়ে এই লোকাল ট্রেন কতটা স্বস্তি দিতে পারে যাত্রীদের। রেল ও রাজ্য সরকারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

অফিস টাইমে ভিড় এড়াতে শিয়ালদহ ডিভিশনে লোকাল চলবে 400 বেশি।লকডাউন এর আগে চলতো 915 টি।

আর হাওড়া ডিভিশনে লোকাল চলবে 200 বেশি।আগে চলতো 407 টির মতো লোকাল।

প্রথমে ঠিক হয় শতকরা 10 টি ট্রেন চলুক। তারপর 15 ও 20 ।পরে ঠিক হয় 25। এখন মোটামুটি যা ঠিক হয়েছে তা প্রায় 45 পারসেন্টের মতো। ধাপে ধাপে পরিস্থিতি বিচার করে লোকাল বাড়বে।

লোকালের সঙ্গে সঙ্গে মেট্রো ও বাড়ছে বুধবার থেকে।আগে শুরু হয়েছিল 158 টি ট্রেন দিয়ে । আর এখন চলবে 190 টি। অফিস টাইমে এক মেট্রো থেকে আর এক মেট্রোর ব্যবধান হবে 7 মিনিট।

এদিকে লোকাল চলাচলের খবরে রেল যাত্রী দের মধ্যে খুশির হাওয়া । স্টাফ স্পেশালে এতদিন আর পি এফ সাধারণ যাত্রীদের উঠতে দেয় নি।আর তা নিয়ে যাত্রী বিক্ষোভ হয়েছে বারে বারে।

রেল ও রাজ্য সরকার সমস্ত দিক খতিয়ে বুধবার থেকে চালু করছে লোকাল ট্রেন। সাংবাদিকদের এক প্রশ্নে, নিত্যযাত্রীর কথায়, যেভাবে বাসে ঠেসাঠেসি করে যাতায়াত করছি, তাতে ট্রেন চললে তো সুবিধাই হবে। করোনার ঝুঁকি নিয়ে অফিস, কোট, বাজার হাট সবই হচ্ছে। এমনকি বড় পুজোও হয়ে গেল। তাহলে ট্রেন বন্ধ রেখে কি করোনা আটকানো যাবে ? 

তবে এখন দেখার করোনার সতর্কতাকে মাথায় রেখে লোকাল চলবে কি ভাবে।

তবে লোকাল না চলাতে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছিলেন।এবার তা সুরাহা হতে চলেছে। ট্রেনের হকার, যারা এতদিন পর্যায় বেকার , কেউ কেউ অন্য উপার্জনের পথ বেছেছেন, তারাও কিছুটা স্বস্তির নিশ্বাস নিচ্ছেন। 

তবুও প্রশ্নটা থেকেই যাচ্ছে, লোকাল ট্রেন চালু হলে করোনার প্রভাব কি ভাবে আসবে ? আদৌও করোনা বাড়বে কিনা !!