আবার এক তৃনমূলের পর্যটন মন্ত্রী গৌতম দেব করোনাক্রান্ত হলেন। 72 ঘন্টা আগে প্রোটকল মেনে তিনি বাগডোগরা বিমান বন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। তারপর ফিরে আসেন। এছাড়াও দলীয় কাজে কলকাতায় ও এসেছিলেন। জনসংযোগ করছেন…
আবার এক তৃনমূলের পর্যটন মন্ত্রী গৌতম দেব করোনাক্রান্ত হলেন। 72 ঘন্টা আগে প্রোটকল মেনে তিনি বাগডোগরা বিমান বন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। তারপর ফিরে আসেন। এছাড়াও দলীয় কাজে কলকাতায় ও এসেছিলেন। জনসংযোগ করছেন।
শিলিগুড়ি ফিরে শারীরিক অসুস্থতার কারনে অ্যান্টিজেন টেস্ট করলে দেখা যায় মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত । সঙ্গে সঙ্গে তাঁকে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়।
তৃনমূল দলের বেশ কিছু নেতা ও মন্ত্রী বার বার করোনাক্রান্ত হওয়ার জন্য সকলেই চিন্তিত।
মন্ত্রী শারিরীক কোন অসুবিধা নেই বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসা চলছে।
দলমতনির্বিশেষে সকলেই চাইছেন গৌতম দেব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
খুব শীঘ্রই তিনি নেগেটিভ হয়ে যাবেন।করোনা হঠে যাবে।
তরুন চট্টোপাধ্যায়