Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ হাসি নীতিশের

হাজার টানা পোড়নের পর বিহার ভোটে তেজস্বী কে হারিয়ে ফের ক্ষমতায় এলো এনডিএ ।যার শেষ ভালো তার সব ভালো বলা নীতিশ কুমার আবার ও মুখ্যমন্ত্রী চেয়ারে।অল্প ব্যবধানে চেয়ার পেল না লালুপ্রসাদের পুত্র তেজস্বী ।তবে হাড্ডাহাড্ডি লড়াই করে গেল প্…



 হাজার টানা পোড়নের পর বিহার ভোটে তেজস্বী কে হারিয়ে ফের ক্ষমতায় এলো এনডিএ ।যার শেষ ভালো তার সব ভালো বলা নীতিশ কুমার আবার ও মুখ্যমন্ত্রী চেয়ারে।অল্প ব্যবধানে চেয়ার পেল না লালুপ্রসাদের পুত্র তেজস্বী ।তবে হাড্ডাহাড্ডি লড়াই করে গেল প্রথম থেকেই।বিরোধী আসনে বসলেও নিতীশ কুমারের জয়ের কাঁটা হয়ে রইলো এই তেজস্বী ।

নীতিশ কুমার বিহারের মানুষ কে প্রথম দিন থেকে অরাজকতা থেকে মুক্তি দিয়ে ছিলেন।কিন্তু তেজস্বীর অভিযোগ ছিল নীতিশ রাজ্যের উন্নয়নের দিকে নজর দেয় নি।বেকার দের কাজ দিতে ব্যর্থ হয়েছেন।পরিযায়ী শ্রমিকদের দিকে মুখ তুলে তাকান নি।

তেজস্বী ফিরলে বিহারে আবার জঙ্গল রাজ চালু হয়ে যাবে।কারন তাঁকে স্বয়ং প্রধানমন্ত্রী আখ্যা দেন জঙ্গলের যুবরাজ বলে।

নীতিশ ফিরলো গদিতে।তবে তেজস্বী কিন্তু লড়াই ধরে রাখলো।

এবার এ রাজ্যের ভোট হবে।বিহারের ভোটে জিতে বাংলায় অক্সিজেন পেল কিনা বিজেপি তা বলার সময় আসেনি এখনো।

তবে বিজেপি বনাম তৃনমূলের ভোট যুদ্ধ বাংলা তেও যে হাড্ডাহাড্ডি হবে সেই চিহ্ন রেখে গেল বিহার ভোট।


তরুন চট্টোপাধ্যায় ।