Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_কবিতা এক নারী র বাসনা 
সে আমাকে আকাশ হতে বলেছিল, আমি হতে পারিনি গো। আকাশ কি হওয়া সম্ভব? অত উদার কি মানুষ হয় কখনো? সে আমায় সাগর রূপে চেয়েছিল, আমি হতে পারিনি গো। সাগরের গভীরতা কি আমার ছিল? যার মধ্যে সে ডুব দিতে পারতো?  সে…

 


#বিভাগ_কবিতা 

এক নারী র বাসনা 


সে আমাকে আকাশ হতে বলেছিল, 

আমি হতে পারিনি গো। 

আকাশ কি হওয়া সম্ভব? 

অত উদার কি মানুষ হয় কখনো? 

সে আমায় সাগর রূপে চেয়েছিল, 

আমি হতে পারিনি গো। 

সাগরের গভীরতা কি আমার ছিল? 

যার মধ্যে সে ডুব দিতে পারতো? 

 সে আমায় শষ্য শ্যামলা ধরণী হতে বলেছিল, 

কি করে হতাম বলতো? 

সর্বংসহা ধরণী হতে পারিনি 

নীরবে সব কিছু সহ্য করা কি সহজ হতো? 

সে আমাকে সতী সাধ্বী হতে বোলতো, 

পতি সেবাই পরম ধর্ম নাকি 

অত সহজে কি এক নষ্টা ‍মেয়ে সেটা পারতো? 

আমি সব সময় তাকে দিয়েছিলাম ফাঁকি। 


সে কখনো আমাকে "আমি" হতে বলেনি 

কেন আমার "আমি" তে কি ক্ষতি? 

আমিও তাই কখনো তার হতে পারিনি, 

সামান্য এক নারী হয়েই থেকেছি সত্যি।  


মন্দিরা ঘোষ।। 

🌹🌹🌹🌹🌹🌹