Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি, সাংবাদিক দিবাকর কুন্ডুর কবিতা (প্রভাতরবি)

স্মৃতির পাতায়
-------- প্রভাতরবি
পুরোনো দিনের স্মৃতি গুলো ভেসে ওঠে,দশ বছর আগের সেই দিনের মুহূর্ত,এখন সবাই ব্যস্ত যে যার কাজে,সবাই বদলে গেছে, সেই বন্ধুত্ব আজ নিরর্থ।
সেইদিনের ওই প্ৰেম নগরের ছোট্ট ঘরের দিনগুলো ছিল ভালো,কেউ ফিরে আসেনি,…

 


স্মৃতির পাতায়


-------- প্রভাতরবি


পুরোনো দিনের স্মৃতি গুলো ভেসে ওঠে,

দশ বছর আগের সেই দিনের মুহূর্ত,

এখন সবাই ব্যস্ত যে যার কাজে,

সবাই বদলে গেছে, সেই বন্ধুত্ব আজ নিরর্থ।


সেইদিনের ওই প্ৰেম নগরের ছোট্ট ঘরের দিনগুলো ছিল ভালো,

কেউ ফিরে আসেনি, সবাই যে যার স্বার্থে গেছে ভুলে;

মনে কি পরে পরীক্ষার আগের সেই রাতগুলো?

আজও তোমাদের খুঁজি সেই পাহাড়ি নদীর কুলে।


মনে কি পড়ে আমাদের সবার সেই জন্মদিনের মুহূর্তগুলো?

আমাদের হোস্টেল হোক বা রেস্টুরেন্টের সেই খাওয়া,

সেদিনের সেই পাগলামো বাসে বা রাস্তায়,

হঠাৎ করে সবাই একসাথে ঘুরতে যাওয়া!


মনে পড়ে সেই দিনগুলো, শীতের ঘন কুয়াশার রাত,

আমদের ওই ছোট ছোট গল্প, আর পাহাড়ি নদীর শব্দ,

তখনকার ওই বন্ধুত্বপূর্ণ ভালোবাসার স্পর্শের অনুভুত,

সবকিছু আজও আমার ভালোবাসার স্মৃতিতে আবদ্ধ

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

অভিষেক


-------- প্রভাতরবি


খুশির সমাহার জাগে, প্রতি দিনে দিনে,

রবির নৃত্য ধেয়ে আসে, বৈশাখীর শুভ লগনে।

উত্তপ্ততার মাঝেও, শীতলতার পরশ আসে নিশীথে,

চন্দ্রমা যেন চুম্বন করিয়া যায়, নীল বিস্তৃত গগনের বুকে।


অবসানে মগ্ন হইয়া, বসিয়া রহে, প্রতি রাত্রি,

সুমিষ্ঠ বায়ুধারাতে ভরিয়া যায়, সুন্দর এই ধরিত্রী।

ইহা যেন এক বরণ করে লইবার রীতি,

সবার মাঝে রহিবে অভিষেকের স্নিগ্ধ প্রীতি।


জীবনের প্রতি মুহূর্ত চলিতে থাকুক, মিষ্টসুরের ধারাতে বেয়ে,

তোমার হৃদয় প্রতি মুহূর্তে উঠিবে গেয়ে।

ধরিত্রী আজ জাগিয়া উঠিল, নুতন বর্ণে, নুতন গন্ধে,

সেও আজ সাজিয়া উঠিল, ভরিয়া গেল অনন্ত আনন্দে।


বনের পাখি উঠিছে গাহি, 

বিলীন হোক তোমার জীবনের সর্ব দুখ,

তোমার চিত্তমাঝে নবচেতনা বহিতে থাকুক,

আসুক তোমার জীবনে সর্বসুখ।