পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক হলেন বিভু গোয়েল। বিভু গোয়েল নদীয়া জেলার জেলা শাসক ছিলেন। নদীয়া জেলার জেলা শাসক হলেন পার্থ ঘোষ। পার্থ ঘোষ পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ছিলেন। আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে নতুন…
পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক হলেন বিভু গোয়েল। বিভু গোয়েল নদীয়া জেলার জেলা শাসক ছিলেন। নদীয়া জেলার জেলা শাসক হলেন পার্থ ঘোষ। পার্থ ঘোষ পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ছিলেন।
আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে নতুন জেলাশাসক বিভু গোয়েল এসে দায়িত্ব বুঝে নেন আগের জেলাশাসক পার্থ ঘোষের কাছ থেকে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কর্মচারীরা পার্থ ঘোষকে বিদায় সম্বর্ধনা জানান।
জেলাশাসক পার্থ ঘোষ জেলার সমস্ত আধিকারিক কর্মচারী, জনপ্রতিনিধি, সাধারণ মানুষদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান।পাশাপাশি নতুন জেলাশাসক গোয়েলকেউ স্বাগত জানান জেলাশাসক দপ্তরের আধিকারিকরা এবং কর্মচারীবৃন্দরা।