Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি, সুলেখিকা নাফিসা খানের কবিতার ডালি

* পেশায় অ্যাভোকেট, কিন্তু মননে সাহিত্য অবাধ বিচরণ। কাজের ফাঁকে কবিতা লেখা মন ভালো করার মাধ্যম । তাঁর লেখার মাধ্যমে প্রকাশ পায় সমাজের প্রতি দায়বদ্ধতা। সুন্দর লেখনী দিয়ে লেখা একরাশ মুগ্ধতা রেখে যায়। দেশমানুষের পাতায় কবি , সুল…

  


* পেশায় অ্যাভোকেট, কিন্তু মননে সাহিত্য অবাধ বিচরণ। কাজের ফাঁকে কবিতা লেখা মন ভালো করার মাধ্যম । তাঁর লেখার মাধ্যমে প্রকাশ পায় সমাজের প্রতি দায়বদ্ধতা। সুন্দর লেখনী দিয়ে লেখা একরাশ মুগ্ধতা রেখে যায়। দেশমানুষের পাতায় কবি , সুলেখিকা নাফিসা খানের কিছু নমুনা প্রকাশিত হোল ।*

কবিতা'র ভাঙ্গা বাড়ি


  নাফিসা খান


পথ চলতে চলতে হঠাৎ পৌঁছে গেলাম 

কবিতা'র বসত বাড়ি.....

ভাঙ্গা গড়া অক্ষরের ইটের দেয়াল,

প্রাধান্যে কেউ বেশি , কেউ অপুষ্ট

ছত্রাক জমা মেঝের উপর পড়ে আছে

সাদা কাগজের গদ্য........কা.....ব্য

ব্যর্থতার দায় নয়  মর্মোদ্ধারে কার্পণ্য,

বিমুগ্ধ.............. স্বয়ংসম্পূর্ণ,

কবিতা'রা  আছে পড়ে,কবি আর নেই,

দাখিলার অভাব  মুখ থুবড়ে পড়েছে

অবশেষের সাথে!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

শুকতারা


নাফিসা খান


নীল পেয়ালায় ডুব দিয়েছিলাম,

সোহাগের স্বাদ নিতে.....

মায়াবী অন্ধকার ছাড়া যেটুকু প্রাপ্ত 

হল তা আমারই মতো এক লাস্যার 

জোড়াতালি দেওয়া হৃদয়,


অনেক তান্ডবের পর  নীলকন্ঠী

এ যাত্রায় সব সামলে নেওয়ার নাটকে

পারদর্শীতা অর্জন করেছে.......

বাদ পড়ে গিয়েছে শুধু আমার আমিটা.....


পাথরের গুহা, চকোলেটের স্বাদ,


মেকি চাঁদ...... সবই আছে, 

 নেই শুধু জীবন্ত রবি।


জোনাকির মুখ ভ্যাঙ্গচানিতে 

আগলে রাখা সত্ত্বাটুকুও মুর্ঝে পড়েছে,

হঠাৎ, শুকতারার আগমনে  ঘুমিয়ে থাকা নক্ষত্ররা

 মশাল জ্বালিয়ে ছুটছে আলোর দাবীতে,

তরঙ্গের ছটায় সদ্য নেয়ে ওঠা আকাশটা প্রতিবাদের    

সুড়ঙ্গ দিয়ে পৌঁছে যেতে চায়

রাজতন্ত্র  মুক্ত আগামীর দিকে.......

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 ধর্ষিত এক বোরখা


  নাফিসা খান


ধর্ষিত এক বোরখা,হঠাৎ আশ্রয় পেয়ে গেল 

বারঙ্গনার অন্দরমহলে।

তার কালো রঙ কলঙ্কের আহার গোগ্রাসে গিলে মায়াবি গুটখায় গা ভাসিয়েছে।

রাতের শকুন ছিঁড়েছে যার বোতাম ঘর,  ডিকম্পোজন্ড আত্মা দর কষাকষির বাজারে সদ্য ভূমিষ্ট উপলদ্ধির  ফসল আদায়ের  ব্যাপারী।


তবে আজও অবলা কলঙ্কিনী বোরখা নিঃশব্দের নৈরাজ্যে পাথর ভেঙ্গে বানায় চলাচলের রাস্তা,  

প্রতিদিন একটা একটা করে সূতা খোলে বিচার কেনার আশায়!

অধরা  অনাবাসী বিচার জনপথের কোলাহলে মিশে যায় সাইলেন্স বোর্ডে।

মৃত্যুর উপসংহার বন্ধক চিতার আগুনে,উড়ে ফেনা ছাই ঘেঁষে,পচাগলা শরীরের শিহরণ কবরের ওপারে!

মৃত্যুর হাজারও খতিয়ান,বিচার আজ বেইমান, বদনাম!


যুগ যুগান্তে ধর্ষিত বোরখারা নিঃশব্দে ,নিভৃতে মোকাদ্দমা লিখে যায় ছিন্ন  বস্ত্রের।

কাঁদে  শিমুলের উন্মেষ  ,ঝলসানো চোখে ,নারী জন্মের দোষে!

বারেবারে মৃশ্রিত তারা  অগ্নি পরীক্ষার আহুতিতে,বধির সভ্যতার  প্রাঙ্গণে!