Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অভিষেককে হোমওয়ার্ক করে বক্তব্য রাখতে বললেন সোমেন পুত্র

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।প্রয়াত রাজ্য কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র এবার একহাত নিলেন তৃনমূলের হেভিওয়েট ও প্রথম সারির নেতা অভিষেক বন্দোপাধ্যায় কে।যদিও কিছুদিন আগে রাজ্য রাজনীতি তে গুঞ্জন উঠেছিল রোহনের তৃনমূল দল…

 


তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

প্রয়াত রাজ্য কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র এবার একহাত নিলেন তৃনমূলের হেভিওয়েট ও প্রথম সারির নেতা অভিষেক বন্দোপাধ্যায় কে।যদিও কিছুদিন আগে রাজ্য রাজনীতি তে গুঞ্জন উঠেছিল রোহনের তৃনমূল দলে যাবার ।কিন্তু সে সম্ভাবনা বোধহয় আর নেই।তাই ডায়মন্ডহারবারের সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দোপাধ্যায়ের সোমেন মিত্র কে নিয়ে বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন রোহন।

হোমওয়ার্ক করুন,ইতিহাস ভূগোল জেনে কথা বলুন।বললেন অভিষেক বন্দোপাধ্যায় কে।কারন সোমেন মিত্র নির্বাচিত হওয়ার পর এখানে কত কাজ হয়েছে তা তৃনমূলের নেতারা জানেন।

আর সোমেন মিত্র বামপন্থী দের পরাজিত করে এখানে নির্বাচিত হয়েছিলেন।সারদা কান্ডে এখানকার মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।সেই সব মানুষদের টাকা ফেরত না দিতে পেরে তিনি দল ছেড়ে আবার কংগ্রেস দলে ফিরে আসেন বলেই রোহন বলেন।তিনি আরো বলেন তাঁর বাবার জয়ী আসনে অভিষেক বন্দোপাধ্যায় জিতেছেন।বামপন্থী দের হারিয়ে নয়।

রোহনের এই বক্তব্য নিয়ে আবার রাজ্য রাজনিতীর মঞ্চে ঝড় উঠলো।

সোমেন পুত্র আরো বলেন তাঁর বাবা অনেক লড়াই করে সাংসদ হয়েছেন।অভিষেক বন্দোপাধ্যায় সেখানে প্যারাশুট ট্রুপার।

আবার সেই লিফট প্যারাশুটের গল্প ভেসে আসছে কানে।

শুভেন্দু সেই বিখ্যাত উক্তি লিফটেও উঠিনি, প্যারাশুটেও নামিনি।একটা একটা করে সিঁড়ি ভেঙে উঠেছি।

এখন রাজনৈতিক মঞ্চে লিফট আর প্যারাশুট চর্চার বিষয় বস্তু ।

সকলেই বলছেন সেই একই কথা।কিন্তু মন্ত্রী সাংসদেরা নিজেরাই জানেন কত লড়াই করে জয় আসে।কত শ্রম দিতে হয় ভোট জিততে গিয়ে ।

তবুও চুলচেরা বিচার কে কিসে উঠেছেন ।