Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধর্মঘটের সমর্থনে খড়্গপুরে গণকনভেনশন

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর :     ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় গণকনভেনশন হলো খড়্গপুরে।আগামী ২৬ তারিখের ধর্মঘট আহ্বানকারী সব ট্রেড ইউনিয়ন,ফেডারেশন সমূহ ও গণসংগঠনগুলির কেন্দ্রীয় গণকনভেনশন অনুষ্ঠিত হলো খড়্গপুর শহরে। বুধবার খড়্গপু…

 


নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর :     ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় গণকনভেনশন হলো খড়্গপুরে।আগামী ২৬ তারিখের ধর্মঘট আহ্বানকারী সব ট্রেড ইউনিয়ন,ফেডারেশন সমূহ ও গণসংগঠনগুলির কেন্দ্রীয় গণকনভেনশন অনুষ্ঠিত হলো খড়্গপুর শহরে। বুধবার খড়্গপুর এসডিও অফিসের সামনে আয়োজিত এই কনভেনশনে সিটু,এআইটিইউসি সহ অন্যান্য বাম শ্রমিক সংগঠন ছাড়াও আইএনটিউসির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 


এছাড়াও ছাত্র যুব মহিলা শিক্ষক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব, প্রতিনিধি ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। রেল ,ব্যাংক সহ রাজ্য ও কেন্দ্রীয়  সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এস এফ আই -এর সর্বভারতীয় নেত্রী তথা জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভানেত্রী দীপ্সিতা ধর।এছাড়াও বক্তব্য রাখেন এআইটিইউসির বিপ্লব ভট্ট, সিটুর অনিত মন্ডল, আইএনটিউসির  মধু কামী, রেলওয় অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের এন আর পাত্র, এসএফআই-এর সৈয়দ সাদ্দাম আলি প্রমুখ।সভা পরিচালনা করেন সবুজ ঘোড়াই। উপস্থিত ছিলেন মহিলা সমিতির নেতৃত্ব তথা খড়্গপুর পুরসভার কাউন্সিলর স্মৃতিকনা দেবণাথসহ অন‍্যান‍্যরা। কনভেনশনের শুরুতে গণজাগরন কন্ঠের পক্ষ থেকে সংগীত পরিবেশিত হয় এছাড়াও রেলের অবসরপ্রাপ্ত কর্মী সুরজিত বসু সংগীত পরিবেশন করেন। কনভেনশনে উপস্থিতি যথেষ্ট উৎসাহব্যঞ্জক বলে মনে করছেন কনভেনশন আহ্বানকারী নেতৃবৃন্দ।