Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দেয়াল হারানোর গল্পকৌশিক চট্টোপাধ্যায়
অত তাড়াতাড়ি উড়ে যেও না মেঘ ,তোমাকে ছাতার মতন নিয়ে বসে আছে কবি,তুমি চলে গেলে আর কে কান্না রাখবে বলো ! অত তাড়াতাড়ি যেও না চলে ৷
একটু ধীরে ধীরে হাঁটো মাটিতোমার ভরসায় আছে চাষী আর মজুর,অত দ্র…


 দেয়াল হারানোর গল্প

কৌশিক চট্টোপাধ্যায়


অত তাড়াতাড়ি উড়ে যেও না মেঘ ,

তোমাকে ছাতার মতন নিয়ে বসে আছে কবি,

তুমি চলে গেলে আর কে কান্না রাখবে বলো ! 

অত তাড়াতাড়ি যেও না চলে ৷


একটু ধীরে ধীরে হাঁটো মাটি

তোমার ভরসায় আছে চাষী আর মজুর,

অত দ্রুত চলে গেলে হাহাকার হবে

লড়াই এখোনো অনেক মরিয়া বাকি !


ঝরঝর পড়ে চলেছে গাছের পাতা

আর পাতায় পাতায় লেখা রক্তের ইতিহাস,

প্রতিটি পাতারই নিষ্ঠুর মূল্যায়ন হয়

সম্মানের সাথে ইতিহাসের আস্তাকুঁড়ায় ৷


আরো ধৈর্যহীন হও সমুদ্র ,

তোমার উদ্দাম বুকে বিষাক্ত ঢেউগুলো দোল খাচ্ছে,

হিংসার লালায় পুরো সমুদ্রটা তেতো হবার আগে

ভেঙে দাও বিষের সব ঢেউগুলি ৷


--------000000-------