Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শব্দের নীতিমালা বঙ্গের ভোট জুড়ে

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।রাজনৈতিক ভাবে রাজনিতীর ময়দানে লড়াই করার কথা ভুলে গেছেন তৃনমূল ও বিজেপি।তাই আজ নামতে নামতে যে কোথায় শেষ হবে তা বোধহয় দু দলের ই জানা নেই।বঙ্গের সংস্কৃতি তে বোধহয় এই ধরনের নির্বাচন এর আগে হয়নি বলেই রাজনৈতি…



 তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

রাজনৈতিক ভাবে রাজনিতীর ময়দানে লড়াই করার কথা ভুলে গেছেন তৃনমূল ও বিজেপি।তাই আজ নামতে নামতে যে কোথায় শেষ হবে তা বোধহয় দু দলের ই জানা নেই।বঙ্গের সংস্কৃতি তে বোধহয় এই ধরনের নির্বাচন এর আগে হয়নি বলেই রাজনৈতিক লিখিয়ে দের অনুমান।

ভাইপো খোকাবাবু পরিযায়ী বহিরাগত দুধবাবু আরো কতকি শব্দ এসে পড়েছে।এখনো ভোটের অনেক বাকি।তাই আরো শব্দ মালা তৈরি হচ্ছে বিজেপি ও তৃনমূল দলের কারখানা তে।আর সে সব আমদানি যে হবে তাতো বোঝাই যাচ্ছে ।

বরানগরের এক জনসভায় দমদমের সাংসদ সৌগত রায় বললেন দল থেকে দু একটি ইঁদুর চলে গেলে তৃনমূল দলের কোন ক্ষতি হবে না।ইঁদুর ও চলে এলো বঙ্গ রাজনীতির আঙিনায় ।তোফা তোফা।এই না হলে বঙ্গের নির্বাচন ।

নির্বাচনের তাপ উত্তাপের মধ্যে দিয়ে চলে আসছে এই সব কথাবার্তা ।আর এ ব্যাপারে তো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একেবারে এক নম্বরে ।একসময় বঙ্গের মানুষ আইন শৃঙ্খলা মার দাঙ্গা তে বিহারের দিকে আঙুল তুলতেন।আর আজ সেই বিহার শান্তি পূর্ণ নির্বাচন করে দেখিয়ে দিল ভোট কাহারে কয়।

আজও পশ্চিমবঙ্গের নির্বাচনের দিনক্ষন স্হির হয়নি।কিন্তু রাজনৈতিক নেতাদের গলা থেকে চলে আসছে নানা তাপ উত্তাপের শব্দ ।বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে তৃনমূলের কল্যাণ বন্দোপাধ্যায় ।

শুধু বিজেপি বা তৃনমূল কেন ,এরকম গরম বাজারে সব দলই নরমে গরমে।

আরো কত শব্দ মালা অপেক্ষা করছে বঙ্গের ভোট নিয়ে ।