Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শারীরিক দূরত্ব ছাড়াই চলছে পুজো দেওয়া

শারীরিক দূরত্ব কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘ লাইনে গায়ে গা লাগিয়ে দেবী বর্গভীমা মন্দিরে চলছে পুজো।
51 পীঠের একপিঠ তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে প্রত্যেক বছর কালীপুজোর দিন সকালবেলা থেকে সারা দিন রাত্রি প্রচুর মানুষের ভিড় জমায় ল…

 


শারীরিক দূরত্ব কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘ লাইনে গায়ে গা লাগিয়ে দেবী বর্গভীমা মন্দিরে চলছে পুজো।


51 পীঠের একপিঠ তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে প্রত্যেক বছর কালীপুজোর দিন সকালবেলা থেকে সারা দিন রাত্রি প্রচুর মানুষের ভিড় জমায় লক্ষ্য করা যেত। এ বছর আগে থেকেই মন্দির কর্তৃপক্ষ প্রচার করেছিল মন্দিরে পুজো দিতে হলে অবশ্যই মুখে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনা পরিস্থিতির মধ্যে মন্দিরে আসা ভক্তরা মুখে মাস্ক পড়লেও সামাজিক দূরত্ব তো দূরের কথা দীর্ঘ লাইনে গায়ে গা লাগিয়ে দেবী বর্গভীমা পুজো দেওয়া এবং চলছে পুষ্পাঞ্জলি। মন্দির কর্তৃপক্ষ বারে বারে অনুরোধ করলেও দূরত্ব বজায় না রেখেই চলছে পুজো দেওয়া। ভক্তরা বলছেন সামাজিক দূরত্ব বজায় না রাখলে সমস্যা হয়তো হবে কিন্তু বছরে কালীপুজোর দিন একটা দিনই আসে তাই করোনাকে দূরে সরিয়ে পুজো দিতে এসেছি। মা সবার মঙ্গল করবে।