Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোট বাজার ক্রমশই জমে উঠছে এ রাজ্যে

তরুন চট্টোপাধ্যায় । কলকাতাশুভেন্দু কি তৃনমূল দলেই থাকছেন।নাকি দল বদল করছেন।এই প্রশ্ন এখন রাজ্য জুড়েই।আমাদের দপ্তরে ও এই একই প্রশ্ন করে ফোন আসছে ঘন ঘন।শুভেন্দু অধিকারী কি করবেন তা কিন্তু জানা নেই কারো।কারন অধিকারী পরিবার ও মুখে কু…



 তরুন চট্টোপাধ্যায় । কলকাতা

শুভেন্দু কি তৃনমূল দলেই থাকছেন।নাকি দল বদল করছেন।এই প্রশ্ন এখন রাজ্য জুড়েই।আমাদের দপ্তরে ও এই একই প্রশ্ন করে ফোন আসছে ঘন ঘন।শুভেন্দু অধিকারী কি করবেন তা কিন্তু জানা নেই কারো।কারন অধিকারী পরিবার ও মুখে কুলুপ এঁটেছেন একেবারে ।

তবে এ হেন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক মঞ্চ থেকে আসছে নানা কথা।আর তা থেকে যে টুকু বোঝা যাচ্ছে তা হলো সপাটে ব্যাট করে চলেছেন তিনি।যেখানেই যাচ্ছেন জন জোয়ার তো সঙ্গে আছেই।

শুভেন্দু কে কি তৃনমূল দল সতর্ক করেছেন।তার চলা ফেরার ওপর কি নজরদারি চলছে।দল কি শুভেন্দু কে সময় দিয়েছেন।তৃনমূলের হাই কমান্ড কি শাস্তির খাড়া ঝোলাতে চলেছেন।এই রকম নানা গুজব এখন বাতাসে ভাসছে।

শুভেন্দু অবশ্য বলেছেন মিডিয়ার কথাতে বিশ্বাস করবেন না।আমি নিজ মুখে না বললে কোন কথাই বিশ্বাস করবেন না।

কি বলবেন, কবে বলবেন।এই নিয়ে ক্লাইম্যাক্স এখন তুঙ্গে ।

তৃনমূলের জেলা সভাপতি ও শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী অবশ্য বলেছেন কোন সতর্ক বার্তা তাঁর মাধ্যমে দেওয়া হয়নি তৃনমূল দলের তরফ থেকে।

নন্দীগ্রামে সভা ও পাল্টা সভা হওয়ার পর থেকে দলের তরফ থেকে আর কোন বার্তা এসে পৌঁছায় নি।

ভোট কুশলি প্রশান্ত কিশোর কাঁথিতে এসেছিলেন ।শুভেন্দু অধিকারী সে সময় ছিলেন না।কথা হয়েছে শিশির অধিকারীর সঙ্গেই ।মিনিট পাঁচেক ধরে ফোনে কথা হয় শুভেন্দুর সঙ্গে ও।কিন্তু কি কথা হয়েছে তা কোন পক্ষই জানান নি।

এ হেন পরিস্থিতিতে অপেক্ষা ছাড়া গত্যন্তর নেই।

দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব যে বেড়েছে তা সত্যি ।আর সে দূরত্ব শুরু হয়েছে আজ নয়।বেশ কিছুদিন আগে থেকেই।

কি হয়, কি হয় এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে।শুভেন্দু অধিকারী কে নিয়ে চর্চা কমছে না।

এদিকে ভোটের বাদ্যি বেজে গেছে।এখন শুধু অপেক্ষা নির্বচনের দিন ঘোষনা।

পশ্চিমবঙ্গের বিধান সভা ভোট নিয়ে বাজার এখন সরগরম ।

শীত আসছে।কিন্তু ভোটের বাজারে শৈত্য প্রবাহ নেই।রোজই গরম হচ্ছে এ রাজ্যের ভোট বাজার।