Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিদায়✍️ সুমিতা সরকার ঘোষ (ম্যাহেক)
পর্ব (১)
গোধূলির ক্যানভাসে সাজিয়েছিলাম একমুঠো গোলাপি আবীর তোমার জন্য, 
মাখলেনা রং আমার সাথে, জায়গা নিলো অন্য কেউ,       ভালবাসায় করলে কার্পণ্য, 
শেষযাত্রায় সেই আবীর দিও উড়িয়ে, মাখব শেষ রং, আমার জীব…


 বিদায়

✍️ সুমিতা সরকার ঘোষ (ম্যাহেক)


পর্ব (১)


গোধূলির ক্যানভাসে সাজিয়েছিলাম একমুঠো গোলাপি আবীর তোমার জন্য, 


মাখলেনা রং আমার সাথে, জায়গা নিলো অন্য কেউ,  

     ভালবাসায় করলে কার্পণ্য, 


শেষযাত্রায় সেই আবীর দিও উড়িয়ে, 

মাখব শেষ রং, আমার জীবন-বৃত্ত হবে ধন্য।


আবীর গুলো তোমার, শুধুই তোমার সাজিয়েছিলাম তোমারই জন্য, 


ভেবেছিলাম অসম্পূর্ণ বৃত্তে এসে করবে আমায় ধন্য


তুমি অন্যের রঙেই রঙ্গীন হলে আমার আঁচল শূন্য, 

সহস্র যোজন দূরে গেলে চলে করলেনা সাধ পূর্ণ। 


তোমার শহরে আর আসবনা কখনও আবীর মাখতে,


দূর আকাশের তারা হতে চাই নীরব নিভৃত প্রান্তে।


বিবর্ণ বসন্ত আমার থাক, রং সাজিয়ে গেলাম তোমারই অজান্তে..........


পর্ব (২)


তোমার শহরে বসন্তের রং আর আসবনা মাখতে,


জিজ্ঞেস করবনা? কেমন আছ তুমি??

          একবারও আর জানতে


শিল্পী বৃত্তের মাঝেও আরও এক বৃত্ত হয়,

এক জীবনের গল্পটা বোধ হয় এখানেই শেষ নয়।


তোমার শহরে শিশির ঝরুক, কিম্বা রঙ্গীন বসন্ত,


রক্তাক্ত ছিন্ন হৃদয় নিয়ে নেই শুরু, শুধুই অন্ত।


আমার শব্দ সাজিয়েছিলাম ভালবাসার আলোয়,


তোমার অক্ষর সাজালে তুমি বঞ্চনার রং কালোয়।


একদিন হয়ত ভুলটা বুঝবে, বলবে খুলে সব,


ততোদিনে হ্যাঁ শুনব নিশ্চয়ই, শুয়ে আমি #শব। 


নিথর দেহে ঝরে পড়বে এক একটা কথা,


রজনীগন্ধা আর ধূপের ধোঁয়ায় সাড়া দেবে আমার আত্মা,

         মুছে যাবে সব ব্যথা। 


অপেক্ষায় থাকব আরও এক জন্মের 

            জাতিস্মর যার নাম,

এপারের না পাওয়া ওপারে মেটাব

       দিতেই হবে তোমায় দাম।


ভাল থেকো তুমি তোমার বর্তমান আনন্দ নিয়ে,

আমি আমার উপন্যাস শেষ করব, চিরবিদায় দিয়ে।


পর্ব -(৩)


সহজলভ্য বলেই এত অবহেলা করলে??

অনাদরের অপমানে শুধুই ঝুলি ভরলে??


শিল্পী?? অহংকারে শুধুই মনুষ্যজীবনের ক্ষয়,

বিশ্বাসে কিন্তু পাথরেও প্রানপ্রতিষ্ঠা হয়


বিদায়............

বিদায়............

শুধু বিদায়.......

চিরবিদায় শিল্পী 

দূর বহুদূর আকাশের তারা.........

শেষ বিদায়..........!!!!