শিরোনাম-ছোট সে ছোট নয়কলমে-অরুন্ধতী চক্রবর্তীতারিখ-৪/১১/২০২০
তিল তিল করি সৌন্দর্য ঢালি গড়িল বিশ্বকর্মা তিলোত্তমা।একি অপ রূপ বাহার নাহি তার কোনো উপমা।। ছোট ছোট বালুকণা গড়ি তোলে মরুময় ভূমি। এই পৃথিবীর …
শিরোনাম-ছোট সে ছোট নয়
কলমে-অরুন্ধতী চক্রবর্তী
তারিখ-৪/১১/২০২০
তিল তিল করি সৌন্দর্য ঢালি
গড়িল বিশ্বকর্মা তিলোত্তমা।
একি অপ রূপ বাহার
নাহি তার কোনো উপমা।।
ছোট ছোট বালুকণা
গড়ি তোলে মরুময় ভূমি।
এই পৃথিবীর যতো আছে
পাহাড় পর্বত সমভুমী
ঊর্মীমালা মহানাদে করিছে নিত্য
বেলাভূমি ভাঙন।
পূঞ্জে পূঞ্জে মেঘ মালা
ভীমনাদে ঘটায় ঘনায়ন।।
ছোট ছোট দু্ঃখ কথা
ভাঙে হিয়া নিশিদিন।
ছোট যে ছোট নয়
বৃহৎ সে হয় একদিন।।