Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

---#বুকের #ভিতর #জমানো #চিঠি
#শিরোনাম--#অপেক্ষার #অবসান
তোকে লেখা চিঠিটা আর আমার ডাকবাক্সে ফেলা হলো না ---  বিগত দুই বছর ধরে কত চিঠি যে তোকে লিখলাম !!! একটার ও উত্তর দিলি না ।   জানিস! খুব অভিমান হয়েছিল তোর ওপর  এত দিনের ভালোবাসা এক …



---#বুকের #ভিতর #জমানো #চিঠি

#শিরোনাম--#অপেক্ষার #অবসান

তোকে লেখা চিঠিটা আর আমার ডাকবাক্সে ফেলা হলো না ---
 বিগত দুই বছর ধরে কত চিঠি যে তোকে লিখলাম !!!
একটার ও উত্তর দিলি না ।
  জানিস! খুব অভিমান হয়েছিল তোর ওপর 
এত দিনের ভালোবাসা এক লহমায় ভুলে যেতে পারলি?? 
সেই কবে যে দুজন দূজনকে ভালোবেসে এক নিবিড় বন্ধনে আটকে পড়েছিলাম সেই দিনক্ষন আজ আর কিছুই মনে নেই--
 শুধু ভালোবাসাটা আজও আছে -
 কিন্তু সেই চিঠির একটাও যে তোর কাছে যায় নি ---সেটা আমার অজানাই রয়ে গেল ---
!! আজ যখন তোকে দেব বলে 
তোর প্রিয় হলুদ রঙের খামে ভরে লাল কালি দিয়ে তোর নাম লেখা চিঠিটা ফেলতে যাব -- 
হটাৎ যেন কে চেপে ধরল আমার হাত -
তার মুখের দিকে তাকিয়ে কি যেন এক অজানা আশংকায় মোচর উঠলো বুকের ভিতরটা-- 
বলতে চেয়ে সে বলতে পারলো না কেন কে জানে!! 
 চিঠিটাকে বুকের মধ্যে করে ফিরে এলাম 
বাড়ীর সামনে ফুলে ঢাকা গাড়িটাকে টাকে দেখে অবাক হলাম -- 
 তখনো বুঝিনি আমার সাথে শেষবারের মতো দেখা করতে তুই নিজেই এসেছিস ,
ফুলের মালায় সেজে -- 
যে মালা একদিন তোকে আমার দেবার কথা ছিল 
হলুদ বেনারসির সাজে তোকে সাজিয়ে--
 ফিরে দেখি আমার নামে একটা চিঠি 
 কিন্তু তাতে কোন নাম নেই
 কে দিল --- 
পড়ে দেখি বিগত দু বছরে আমার কোন চিঠি না পেয়ে তুই ভুল বুঝে চলে গেলি অনন্তলোকে--।