ইচ্ছের বিরুদ্ধে
মনে পড়ে কখনো কি গেছিলে ইচ্ছের বিরুদ্ধে ?যেদিন বলেছিলে শেষ দেখা, সত্যিই কি সেটা শেষ ছিলো ?অদৃশ্যকে কখনো ভালোবাসতে চেয়েছো ?অনেক প্রশ্নের ভিড়ে মনে হলো তাই........খুব মন দিয়ে দেখছিলাম আবার রাতের ফিরে আসা ইচ্ছের বি…
ইচ্ছের বিরুদ্ধে
মনে পড়ে কখনো কি গেছিলে ইচ্ছের বিরুদ্ধে ?
যেদিন বলেছিলে শেষ দেখা, সত্যিই কি সেটা শেষ ছিলো ?
অদৃশ্যকে কখনো ভালোবাসতে চেয়েছো ?
অনেক প্রশ্নের ভিড়ে মনে হলো তাই........
খুব মন দিয়ে দেখছিলাম আবার রাতের ফিরে আসা
ইচ্ছের বিরুদ্ধে এ রাত কখনো রাত হয়ে থাকেনি
সংঘাতের সীমানা কোথাও ঠিক করে দেওয়া হয় না
তবুও বলেছি তাকে শেষ দেখা, শেষের দেখা হয়ে রয়ে গেলো
দৃশ্যমান সব কিছুকেই হয় আঁকড়ে ধরেছি নয় ঠেলেছি দুরে
অদৃশ্যকে তুমি বলে কখনো ভালোবাসতে পারিনি
হেমন্তের ঠান্ডা রাতে শিহরিত হয়েছি কয়েকবার
পলাশের লাল সুনিপুণ ভাবে রাঙিয়েছে মন
দুটোই ছিলো অদৃশ্যের আহ্বান .........
আমি ইচ্ছের বিরুদ্ধে একবার " হ্যাঁ " বলছিলাম
শঙ্কর