Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

স্মৃতি
বাড়ির এক একটা ইঁটের গাঁথনী নিরারশৈশব,কৈশোর,যৌবন ভরাপ্রতিটি দেওয়ালে অজস্র স্মৃতি খোদাই করাযে বছরে বাবা লোন তুলেছিল স্বপ্নের বাড়ির জন্যওরা ভাই বোনেরা আনন্দে উল্লাসিত হয়েছিলসাজানো গোছানো বাড়ি পাবার জন্যএকটা ঘরে বড় হয়েছে ওরা কষ…

স্মৃতি


বাড়ির এক একটা ইঁটের গাঁথনী নিরার

শৈশব,কৈশোর,যৌবন ভরা

প্রতিটি দেওয়ালে অজস্র স্মৃতি খোদাই করা

যে বছরে বাবা লোন তুলেছিল স্বপ্নের বাড়ির জন্য

ওরা ভাই বোনেরা আনন্দে উল্লাসিত হয়েছিল

সাজানো গোছানো বাড়ি পাবার জন্য

একটা ঘরে বড় হয়েছে ওরা কষ্ট করে

তবু বুঝি ভালো ছিলো 

আমার আমার ছিলো না মনে

ওদের স্বপ্নের বাড়িতে নিরারও একটা ইচ্ছে ছিল

সামনে ফুলের বাগান,তাতে নানা রঙের ফুলের বাহার,প্রজাপতি ভোমর ঘুরে বেড়াবে

রোজ সকালে ফুল তুলে দেবে ঠাকুরের পায়ে।

বেশ ছিল স্বপ্নে ঘেরা বাড়িটা

বড় হওয়ার সাথে সাথে দেওয়ালে মনে

শেওলা ধরতে লাগলো

বাড়ির ছাদটা হঠাৎ ই যেন সরে গেল

সম্পর্ক গুলো ভাঙ্গতে ভাঙতে টুকরো টুকরো হয়ে গেল

নিরার মা আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ 

বাড়িটার মায়া এবার বুঝি কাটাতে হবে

এতো স্মৃতি প্রতিটি ঘরের কোণে কোণে

জানে না কি ভাবে ভাগ করে নেবে

আমার বলতে নিরা সবটাই বোঝে গোটা বাড়িটাকে

হাসিকান্না,ভালোমন্দ,সুখদুঃখ জড়িয়ে আছে

সারা বাড়িটা জুড়ে

বাড়িটা আজ বিক্রি হবে মোটা দামে

টাকার অংক ভাগ হবে হিসেব করে

নিরার স্মৃতি গুলো কাল অন্যের হবে

এ যন্ত্রনা শুধু থেকে যাবে হৃদয়ে গভীরে।।


মিঠু মন্ডল