Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কষ্টের লোনাজল 
আফসানা আহমেদ সিলভি 
দুঃখগুলো পুরোপুরি মিশিয়ে দেয়া যায় না ক্ষত থেকেই যায়, সুখের মুহূর্তটুকু খুব অল্প পরিসরে আসেসমুদ্র জোয়ারে ভেসে যায়। বিশ্বাস একবার ভেঙ্গে গেলে আর সহজে জোড়া লাগে না, বিশ্বাস অবিশ্বাসের টানাপোড়নে বিবেক…

 


কষ্টের লোনাজল 


আফসানা আহমেদ সিলভি 


দুঃখগুলো পুরোপুরি মিশিয়ে দেয়া যায় না 

ক্ষত থেকেই যায়, 

সুখের মুহূর্তটুকু খুব অল্প পরিসরে আসে

সমুদ্র জোয়ারে ভেসে যায়। 

বিশ্বাস একবার ভেঙ্গে গেলে আর 

সহজে জোড়া লাগে না, 

বিশ্বাস অবিশ্বাসের টানাপোড়নে 

বিবেকের বাধা হায় 

একটি স্বচ্ছ গ্লাস আয়নার মতো ঝকঝকে 

কাঁচ ভাঙ্গা গ্লাসটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়। 

 আকাশ ছুঁতে চাইলেই কী আকাশ ছোঁয়া যায়? 

সৃষ্টি কর্তার রহমতে অল্পের মধ্যে ভালো থাকা 

কী অপরাধ মোর!!

বেশি কিছু আশা করা যে ভুল। 

ভুলগুলো শুধরে সত্যের ছায়ায় ছেয়ে যাক।

জীবনের কঠিন মুহূর্তগুলো ফ্রেমবন্দী হয়ে আছে 

মনের জানালায়,

ভুলতে চাইলেই কী খুব সহজে ভোলা যায়?

১৮/১১/২০২০ইং