কাজ চলে যাওয়ায় আত্মঘাতী সিভিল ডিফেন্স কর্মী। শোকার্ত পরিবার। হলদিয়ার ঘটনা।চিন্ময় মন্ডল(২৪) উচ্চমাধ্যমিক পাশ করার পর সিভিল ডিফেন্সের প্রশিক্ষনও নেয়। করোনা মহামারী প্রকোপ থেকে আম্ফান ঘুর্নিঝড়ে কাজও করেছিল। তারপর ট্রেন পরিষেবা চালু …
কাজ চলে যাওয়ায় আত্মঘাতী সিভিল ডিফেন্স কর্মী। শোকার্ত পরিবার। হলদিয়ার ঘটনা।
চিন্ময় মন্ডল(২৪) উচ্চমাধ্যমিক পাশ করার পর সিভিল ডিফেন্সের প্রশিক্ষনও নেয়। করোনা মহামারী প্রকোপ থেকে আম্ফান ঘুর্নিঝড়ে কাজও করেছিল। তারপর ট্রেন পরিষেবা চালু হওয়ার পর স্টেশনে থার্মাল চেকিংএর কাজও করতো। কিন্তু সেই কাজও চলে যায় গত ৯ই ডিশেম্বর। এরপর রীতিমতো মানষিক অস্থিরতার মধ্যে দিয়ে জীবন কাটতো চিন্ময়ের।
গতকাল গলায় গামছা দিয়ে বাড়ির কড়িকাঠে ঝুলে সুসাইড করে চিন্ময়।আশঙ্কাজনক অবস্থায় হলদিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পড়ে মৃত দেহকে পরিবারের তরফ থেকে দাহ করা হয়। শোকের ছায়া গোটা এলাকায়।