Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাকরি অধরা অপেক্ষায় দিন যাপন শুভমের

"চাকরি অধরা অপেক্ষায় দিন যাপন শুভমের"-----------------------–---------তেকাঠির নীচে ৯০ মিনিট লড়াই করে যায় দিনের পর দিন।বছরের পর বছর নিজের প্রতিভা প্রমাণ করে গিয়েছে।ময়দানের অনেকেই জানেন,গ‍ড়ের মাঠে এই মূহুর্তে অন‍্যতম সেরা…

 


"চাকরি অধরা অপেক্ষায় দিন যাপন শুভমের"---

--------------------–---------

তেকাঠির নীচে ৯০ মিনিট লড়াই করে যায় দিনের পর দিন।বছরের পর বছর নিজের প্রতিভা প্রমাণ করে গিয়েছে।ময়দানের অনেকেই জানেন,গ‍ড়ের মাঠে এই মূহুর্তে অন‍্যতম সেরা গোলরক্ষক শুভম সেন।বড় দলের কোচেরাও বরংবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তথাকথিত এই ছোটদলের গোলরক্ষকের।তবে প্রশংসায় মন ভরে,পেট ভরে না। চাকরি থেকে বাবা অবসর নিয়েছেন। বর্তমানে আপাতত একটি চুক্তি ভিত্তিক চাকরি করেন। আর সেটাই যন্ত্রণা দেয় শুভমকে।নিজে এখনো চাকরি পাননি।বছরের পর বছর অপেক্ষা করে চলেছেন। প্রায় চার বছর হতে চলল কাষ্টমসে আছেন।প্রথম বছরেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কাষ্টমসে চাকরি পাবেন।কিন্তু সেটা অধরাই রয়ে গেল।অন্য দলেরও অফার সেই কারণেই ফিরিয়ে দিয়েছিলেন। আজ হাতে না আছে চাকরি ,না আছে ভাল ক্লাব।বাবাকে এখনো চাকরি করতে হয়। এমত অবস্থায় এখনো আশা রাখেন কাষ্টমসের চাকরির উপর।


      অন‍্যদল তো বটেই,বড় দলেরও অফার ছিল, চারবার বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলা এই গোলকিপারের।কিন্তু চাকরি পাবেননা বলে ঝুঁকি নেন নি। আপাতত ইউনাইটেড স্পোর্টসের হয়ে আইএফে শীল্ড খেলছেন।শেষ আটের ম‍্যাচে ট্রাইবেকারে দুটি পেনাল্টি বাঁচিয়ে দলকে সমিফাইনালে তুলেছেন।কিন্তু এরপর?আপাতত শীল্ড চ‍্যাম্পীয়ন হবার স্বপ্ন দেখছেন।পরবর্তীতে চেষ্টা থাকবে আই লিগের কোন দলে জায়গা পাওয়ার।কিন্তু চাকরি সেই অধরাই।এই প্রতিভারা যাতে কুঁড়ি থেকেই ফুটে উঠতে পারে,তার জন‍্য সচেষ্ট থাকা দরকার।আর সেটাই এখন দেখার!


অমিতাভ গঙ্গোপাধ্যায়

১৮.১২.২০২০