Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গেরুয়া রং দিয়ে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র খোলা হল কাঁথি শহরে।

এবার সম্পূর্ণ গেরুয়া রং এর শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র খোলা হল কাঁথিতে।এতদিন ছিল তৃণমূল পরিচালিত ব্যবসায়ী সমিতির অফিস।রাতারাতি বদলে গেল শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র। এক্কেবারে শুভেন্দুর গড়ে এই অফিস খোলা হল।শুধু তাই নয…

 


এবার সম্পূর্ণ গেরুয়া রং এর শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র খোলা হল কাঁথিতে।এতদিন ছিল তৃণমূল পরিচালিত ব্যবসায়ী সমিতির অফিস।রাতারাতি বদলে গেল শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র। এক্কেবারে শুভেন্দুর গড়ে এই অফিস খোলা হল।শুধু তাই নয় এপর্যন্ত যেকটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে তাতে অফিসের রং স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু এই অফিস টি সম্পর্ক রূপে গেরুয়া রং দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী কি তাহলে বিজেপিতে যাচ্ছেন ? প্রশ্ন ছিল অনুগামী ও শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডার কাছে। তিনি সামান্য ইঙ্গিতদিলেও শুকৌশলে এড়িয়ে যান প্রসঙ্গ। অথচ তিনি এখনও জেলা তৃণমূলের নেতা।তা হয়েও মমতা ব্যানার্জীকে বিধতে ছাড়লেননা। তিনি বললেন মমতা ব্যানার্জী বাংলাদেশী। তিনি বহিরাগত বলছেন।নিজেই তো বাংলাদেশী।বহিরাগত। 


মমতা ব্যানার্জীর যতদিন না নবান্ন থেকে সরানো হচ্ছে ততদিন পর্যন্ত এই সব শুভেন্দু সহায়তা কেন্দ্র খোলা থাকবে।শুভেন্দু মমতার বিরুদ্ধে লড়াই করবে।দিদি রেডি হন শুভেন্দু অধিকারী গ্রামের পান্তা খাওয়া, গামছা পরা ছেলে, আপনার বিরুদ্ধে লড়বে। আর গেরুয়ার প্রসঙ্গে বলেন মমতা ব্যানার্জী নিজেইতো গেরুয়া অর্থাৎ বিজেপির সঙ্গে ছিলেন।