Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি জয়ন্ত কোলের কবিতা গুচ্ছ

: নাম-জয়ন্ত কোলেপিতা-আশীষ কোলেমাতা-শীলা কোলেগ্রাম-দেউলকুন্ডাথানা-শালবনীজেলা-পশ্চিম মেদিনীপুরpin-721129
************: #কাপুরুষ                #জয়ন্ত_কোলে   হে ধর্ষক...   কেনো নারীর শাড়ির ভাঁজে   কু নজরের দৃষ্টি?   কেনো নারীর মাংসপি…

 


: নাম-জয়ন্ত কোলে

পিতা-আশীষ কোলে

মাতা-শীলা কোলে

গ্রাম-দেউলকুন্ডা

থানা-শালবনী

জেলা-পশ্চিম মেদিনীপুর

pin-721129


************

: #কাপুরুষ

                #জয়ন্ত_কোলে

   

   হে ধর্ষক...

   

   কেনো নারীর শাড়ির ভাঁজে

   কু নজরের দৃষ্টি?

   কেনো নারীর মাংসপিন্ডে

   তোমার নখের কৃষ্টি?


   কেনো তুমি নারীর আঁচলে 

   মেটাও তোমার জ্বালা?

   কেনো তুমি নারীর সাথে

    করো পিশাচ খেলা?


    নারী কি শুধু ভোগ্য পণ্য!

    নারী কি তোমার ক্ষুধার আহার?

    নারী কি শুধু তোমার চোখে-

    কামনার রূপের বাহার?


   তোমার কামের আগুন,কেনো- 

    নারীর দেহে করে, বর্ষণ?

   কেনো নারীর বুকের ভাঁজে

   তোমার নোংরা হাতের কর্ষণ?


   সুখ ছিনিয়ে নিতে,ব্যাস্ত যখন-

    নীরব নারীর হাহাকার!

    শুনতে কি পাও তুমি?

    অসহ্য যন্ত্রণার চিৎকার!


    তুমি সন্মানে লাগাও কালির দাগ,

    নারীর লজ্জাকে করো হত্যা ।

    ধর্ষক তুমি!

    বিকৃত মানব সত্ত্বা!


    তুমি অন্ধকারে সুযোগ খোজো,

    শিকার করো নারীর দেহ।

    তুমি ভীরু, কাপুরুষ

    তোমার মতো নির্মম নেই কেহ।

  

   শিশুর ওপরও থেমে থাকেনি-

   তোমার বর্বরতার হাত,

   যার মুখে এখনো দুধের গন্ধ,

   খেতে শেখেনি ভাত।


    তুমি পুরুষ নও ,

    তুমি কাপুরুষের নিদর্শন।

    তুমি সভ্য সমাজে করো 

    অসভ্যতার প্রদর্শন।


    তুমি পুরুষ নও-

    তুমি ভাইরাস, তুমি পতঙ্গ,

    তুমি নারীকে নিয়ে ছিনিমিনি করো-

    নারীত্বের করো ভঙ্গ ।


    তোমার উলঙ্গতা -

    জোরপূর্বক কোমল ফুলে শয্যা-

     তুমি পুরুষ নও-

    পুরুষ জাতির লজ্জা।

****************

#আমি_কবি_নই

                       #জয়ন্ত_কোলে  

      

       আমি কবি নই,

   লেখাটা আমার নেশা।

    ভালােবাসি কবিতা, 

     নয় কোনাে পেশা। 


       আমি কবি নই, 

    আমি মেলায় ছন্দ।

   কাগজে কলমে করি, 

         বর্ণের দ্বন্দ। 


      আমি কবি নই, 

   আমি লিখি বাস্তবতায়। 

         গল্প লিখি ,

     খুব অল্প কথায়।


       আমি কবি নই, 

 চালায় প্রতিবাদের চাবুক।

   সাহিত্যের লেখার টানে,

   আমি নয় এতাে ভাবুক।


         আমি কবি নই, 

    কলম আমার হাতিয়ার। 

     অত্যাচারীদের করি, 

     কলম দিয়ে হুঁশিয়ার ।


         আমি কবি নই, 

    যা কিছু ঘটছে যেথায়।

          তারই বিবরণ-

     লিখছি আমার খাতায়।


         আমি কবি নই, 

     জানিনা আমি ব্যাকরণ।

           আমি লিখি-

        বাস্তবের বিবরণ।


         আমি কবি নই,

    ভ্রষ্টাচারে কলম চালায়।

           আমি লিখি-

    মানবিকতার পাঠশালায়।

           

          আমি কবি নই, 

     জানিনা আমি বর্ণ ভাষা।

        তবে যেটুকু লিখি- 

        থাকে ভালােবাসা।


          আমি কবি নই,

   ছন্দের তালে মেলায় পঙতি।

          ভাষার অভাবে-

     লেখাতে অনেক খামতি।


         আমি কবি নই,

    মনের কথা খাতায় লিখি।

     কবির লেখাতে আমি-

           কবিতা শিখি॥

*************

#ছান্দিক_মাতাল

          #জয়ন্ত_কোলে

 

  বর্ণমালার শব্দ দিয়ে,

    ভরছি সাদা খাতা

হিজিবিজি যা আসছে মনে,

  লেখছি আমি যা তা।


 লেখতে বসে ভাবছি আমি,

 কি লেখবো সাদা খাতায়।

লেখতে কি কিছু আছে বাকি,

  সবিই তো লেখা পাতায়।


পদ্য লেখবো, না গদ্য কিছু,

  আসছে না কিছু মনে।

 পাশা পাশি শব্দ লিখি,

  না আছে তার মানে।


অনেক ভেবে, সহজ দেখে

   লেখবো ছড়া এবার,

লেখতে গিয়ে থমকে দাঁড়ায়,

যদি ভালো না লাগে সবার!


 কবি হওযার শখ নেই মোটেও,

তবুও ছন্দ মেলানোর শখ জাগে।

লেখতে বসে,মনে পড়েনা কিছুই,

 কলম ছেড়ে উঠে যায় রাগে।


গদ্য পদ্য অনেক পড়েছি,

সে তো আছে বইতে লেখা।

 কেমন করে লেখতে হয়,

 এই বিষয়টা হয়নি শেখা।


  লেখার আছে অনেক কিছু,

হয়তো লেখতে অনেক আছে বাকি।

  আমার দ্বারা হবে না কিছুই,

  আমি কি আর লেখক নাকি!


যদি আমার লেখার না বোঝো মানে,

        না পাও যদি তাল।

  বুঝে নিও,আমি লেখক নই, 

      এক ছান্দিক মাতাল॥

****************

#শীতের_সকাল

         #জয়ন্ত_কোলে


শীতের সকালে রোদের মেলা,

গাছের ফাঁকে করছে খেলা।


ঘাসের ওপর শিশির কণা,

পাখিরা সব মেলেছে ডানা।


ঘুম ভেঙেছে মানুষ জাতির,

চায়ের সাথে হচ্ছে খাতির।


শীতের চোটে কাঁপছে সব,

গাছের ডালে পাখির রব।


শীতের পোশাক শাল গায়ে,

মজাতে ঢাকা হাতে পায়ে।


দাঁতের ওপর পড়ছে দাঁত,

আগুন জ্বেলে সেঁকছে হাত।


পেটের ভেতর আগুন যেন,

নইলে মুখে ধোঁয়া কেন?


জলকে ভীষণ লাগছে ভয়,

জল যেন শত্রু হয়!


মুরগি গুলো দিচ্ছে হাঁক,

গোয়াল ঘরে হাম্বা ডাক।


রসের হাঁড়ি খেজুর গাছে,

শিকেতে টাঙানো আছে।


রোদের অপেক্ষায় বাড়ছে বেলা,

কনকনে ঠান্ডায় সকাল বেলা॥

[12/17, 7:33 PM] +91 99019 03298: 

*****************

#ফুল

          #জয়ন্ত_কোলে


  ওই দেখো বাগানেতে, 

   কত ফুল ফোটেরে।

   মৌমাছি দলে দলে,

  ফুলের ওপর নাচেরে।


  কত রঙের আছে ফুল,

      কত রকম গন্ধ।

   বাতাসের ঝাকুনিতে,

     ফুলে ফুলে দ্বন্দ।


   সব ফুল ফোটেনি-

   কুঁড়ি হয়ে গাছেতে,

  একসাথে কত ফুল,

  গাঁথা আছে মালাতে।


  ফুল দিয়ে হয় পূজো,

     দেবতার চরণে।

   ফুলের মালা লাগে,

     মানুষের মরনে।


   সব ফুল দেবতার,

   চরণে ঠাঁই পায়না।

কিছু আরো ফুল আছে

      ফলও দেয়না।

 

অকালেতে ফুল ঝরে,

    গাছের তলায়।

 শিউলি ফুল কুড়ায়

     সকাল বেলায়।


প্রকৃতির কোলে ফুল,

     মনোরম দৃশ্য।

 ফুলকে ভালোবাসে,

     এই মহাবিশ্ব॥

*************

 #ভালো_মন্দ

              #জয়ন্ত_কোলে


পৃথিবীর আছে রূপ,সৌন্দর্যের ঘটা।

গোধূলির আকাশে আছে, বর্ণের ছটা।


পৃথিবীতে সুখ দুঃখ, আছে ভালোমন্দ।

বিষাদের সুর আছে,আছে প্রেম ছন্দ।


হাসির আড়ালে থাকে,লুকানো কান্না।

বর্ষার রূপে আছে, সর্বনাশা বন্যা।

    

মূর্খ আছে,পণ্ডিত আছে, আছে জ্ঞান শিক্ষা।

 ধর্ম অধর্মের পথে-মানুষের দীক্ষা।


সঠিক ন্যায় বিচার আছে,আছে অন্যায় অত্যাচার।

সাধু আদর্শ মানুষ আছে, আছে ভ্রষ্টাচার ।


চোর আছে ভিক্ষুক আছে,আছে দাতা কর্ণ 

মানুষের জীবনে-কত নানান বর্ণ।


প্রেম ভালোবাসার মাঝে,বিচ্ছেদের বেদনা।

শান্তি অশান্তি আছে,আছে কত যন্ত্রণা


ধনী আছে গরিব আছে, আছে দীনহীন,

প্রাণের স্পন্দন আছে, সচল কিম্বা ক্ষীন।


সত্যি মিথ্যা আছে, আছে কাঁটা ফুল।

ভালোমন্দ মিলে মিশে আছে ঠিক, ভুল।


 দিনরাত্রি দুটোই আছে, অন্ধকার আলো।

 খারাপের মাঝেও-এ জগৎ ভালো॥