Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লেখিকা গৌরী ঘোষের কবিতার ডালি

: গৌরী ঘোষস্বামী মহাদেব ঘোষ। জন্ম দত্তপুকুর।বর্তমানে থাকি ৩২৮ এম বি রোড নিমতা। কোলকাতা-৪৯বহুদিন লেখালেখি করি। 
+++++++++++++++++++#শিরোনাম_আমার_তোমার_মাঝে। #কলমে_গৌরী_ঘোষ। #তারিখ_১৭_১২_২০২০***********************আমার শহর তোমার গ্ৰ…

 


: গৌরী ঘোষ

স্বামী মহাদেব ঘোষ। 

জন্ম দত্তপুকুর।

বর্তমানে থাকি ৩২৮ এম বি রোড নিমতা। 

কোলকাতা-৪৯

বহুদিন লেখালেখি করি। 


+++++++++++++++++++

#শিরোনাম_আমার_তোমার_মাঝে। 

#কলমে_গৌরী_ঘোষ। 

#তারিখ_১৭_১২_২০২০

***********************

আমার শহর তোমার গ্ৰাম

দুটোই মাটির বুকে আঁকা, 

আমার শহরে উঁচু মিনার

তোমার সবুজ দিয়ে ঢাকা। 


আমার শহর ব্যস্ত শুধু

তোমায় ছুঁতে পাওয়ার, 

নয়তো সেথায় শুকিয়ে যাবে

বিশ্ব লোকের আহার। 


আমার শহর ধোঁয়ায় ভাসে

করতে তোমায় বহন, 

ক্ষতর মাঝে ক্ষত গোনে

গভীর পোড়ায় গহন। 


আমি যেথায় তুমিও সেথায়

মাটি মাতৃভূমি, 

আমরা যাঁরে শ্রেষ্ঠ বলি

সেথায় আছো তুমি। 


এসো মোরা কর্ম করি 

তফাৎ টাকে ভুলে, 

সাত টা সাগর তেরো নদী

আছে, মোদের মাতৃ কূলে।

+++++++++++++++

#শিরোনাম_কুয়াশায়_ঝাপসা_সকাল

#কলমে_গৌরী_ঘোষ

#তারিখ_১৭_১২_২০২০

**************************************


অভিমানি মন ভয় পায় অবহেলা, 

কি জানি কখন আসে বাঁধনের শেষ বেলা। 


কুয়াশার সকাল যেন ঝাপসা জলছবি, বাস্তবে বড় কঠিন, 

আঁধারের মাঝে গোধূলির রামধনু নীরবে হয় একলা বিলীন। 


কল্পনার কল্পতরু যেন স্বপ্ন রঙ্গিন অদৃশ্য ছায়াপথ, 

রূপকথার বাস্তবে মেলে অমৃত সাগরের সীমাহীন পবিত্র হৃদয় হ্রদ। 


ভিজে গায়ে আসে যদি উষ্ণতাপ কিংবা বারি হীন খরা

আহত মন হবে জটায়ু জীর্ণ মৃত নয়তো জরা।


মনের পাখি মনের গগনে আজও আছে মুক্ত রাজ পরিধানে

কুয়াশা, মেঘলা কিংবা ভোরের শিশিরে তাহারে যপে পূর্ণ পূর্ণিমার স্নানে।


জীবনে জীবনে অন্তর গহিনে রবে তারই নামের অঞ্জলি আরাধনা, 

পূবে, পশ্চিমে, উত্তর দক্ষিণের মধ্য গহ্বরে শুধু তুমিই যে আমার পূজা অর্চনা।

++++++++++++++++

শিরোনাম- ঐক্যবদ্ধ। 

কলমে- গৌরী ঘোষ। 

তারিখ-১৭_১২_২০২০

***********************

হাতে চাই মশাল

হোক কুরুক্ষেত্র, 

কাটো ওই পুরুষাঙ্গ

খুবলে ফেলো নেত্র। 


খন্ডে করো শত ভাগ 

আগুনে করো যোগ্য, 

দল বাজির মুখোশ পোড়াও

সমাজ হোক আরোগ্য। 


নারী পুরুষ নির্বিশেষে

হও সবে দলবদ্ধ, 

মশাল হাতে ছুটবো সবে

ধর্ষক হবে দগ্ধে জব্দ। 


দেশ জুড়ে হোক প্রতিবাদ

আগুন লয়ে হাতে, 

সন্ত্রাসবাদী দের করবো নাশ

মন্ত্র হোক এই ব্রতে। 


আসো সবে ঘর ছেড়ে

নয়তো সময় যাবে ফুরিয়ে, 

নারীর হবে লাশের পাহাড়

ধর্ষক দেবে পুড়িয়ে। 


কিসের আশায় আছো চুপ 

কে দেবে ওদের দন্ড? 

আইন, মন্ত্রী, প্রসাশন

সব হয়েছে ভন্ড। 


চলো চলি হাতে হাত ধরে

ধর্ষক করতে নাশ, 

মুক্ত দেশে করবো মোরা 

ঐক্যের সাথে বাস। 


দেশের বুক শান্ত হবে

পাবে তৃপ্তি পরম, 

আবার কন্ঠে উঠবে ধ্বনি

"জয় হিন্দ" " বন্দেমাতরম"।