Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) বার্ষিক পর্যালোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সমিতির রবীন্দ্রনগরস্থিত জেলা দপ্তর গোলোকপতি ভবনে তু…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সমিতির রবীন্দ্রনগরস্থিত জেলা দপ্তর গোলোকপতি ভবনে তুষার পঞ্চানন মঞ্চে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন আঞ্চলিক শাখা এলাকার সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা যোগ দেন। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি সূচনা হয়। শোকপ্রস্তাব উত্থাপন করার পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বিকাশ পট্টানায়েক। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ । প্রতিবেদনের উপর তিনটি মহকুমা ও ২৬ টি আঞ্চলিক শাখার প্রতিনিধিরা অংশ নেন। সভায় দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রস্তাব গৃহীত হয়। 

সভায় জেলা সম্পাদক, সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সুবীর সিনহা, জগন্নাথ খান, মৃণালকান্তি নন্দ,শ্রীবাস জানা,সুধাপদ বসু,সুমন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।এদিনের সভায় উপস্থিত নেতৃত্ব ও প্রতিনিধিবৃন্দ তাদের বক্তব্যে গ্রাজ্যুয়েট শিক্ষকদের বেতন বৈষম্য অবিলম্বে দূর করা, বিভিন্ন বিষয়ে ডি আই অফিস ও ফাইনান্স বিভাগের অব্যবস্থা, অবসর প্রাপ্তদের পেনশন নিয়ে সরকারী টালবাহানা,বদলীর ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নিয়ে সোচ্চার হন এবং এবিষয়ে অবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সপক্ষে মতামত ব্যক্ত করেন।

 মাধ্যমিক স্তরের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের এবিটিএ'র পতাকাতলে সমবেত হয়ে উপরোক্ত বিষয়গুলো সহ অন্যান্য বিষয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক নেতৃবৃন্দ বাম-গনতান্ত্রিক শক্তির সপক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।