Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তমলুকে এস ইউ সি আই (কমিউনিস্ট) এর বিক্ষোভ

১৩ দিনে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা বৃদ্ধির প্রতিবাদে তমলুকে এস ইউ সি আই (কমিউনিস্ট) এর বিক্ষোভ
মাত্র ১৩ দিনের মধ্যেই পরপর দু'দফায় রান্নার গ্যাসের দাম ১০০ টাকা দাম বৃদ্ধির প্রতিবাদে তমলুক মানিকতলায় বিক্ষোভে সামিল হলেন এসইউস…

 


১৩ দিনে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা বৃদ্ধির প্রতিবাদে তমলুকে এস ইউ সি আই (কমিউনিস্ট) এর বিক্ষোভ


মাত্র ১৩ দিনের মধ্যেই পরপর দু'দফায় রান্নার গ্যাসের দাম ১০০ টাকা দাম বৃদ্ধির প্রতিবাদে তমলুক মানিকতলায় বিক্ষোভে সামিল হলেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের সদস্যরা।মানিকতলা মোড়ে মিছিল করে রান্নার গ্যাসের সিলিন্ডারের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা।অগ্নিসংযোগ করেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য লোকাল সম্পাদক প্রণব মাইতি। এছাড়া বক্তব্য রাখেন সুমিত রাউত, অনুপ মাইতি বাসুদেব দাস প্রমূখ।প্রণব বাবু বলেন কেন্দ্রের মোদি সরকার সমস্ত তৈল খনি গুলিকে বেসরকারী মালিকের হাতে তুলে দিয়ে তাদের মুনাফা করার সুযোগ করে দিয়েছে। তাই যেমন খুশি দাম তারা বাড়াচ্ছে। এমনকি আন্তর্জাতিক বাজারে যখন দাম তলানীতে তখনো দামবৃদ্ধির ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি কৃষকদের দাবি মেনে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করা, বেসরকারিকরণের নীতি এবং জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবি জানান তিনি।