Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

|| ঘন্টা |||| বিষয় : রূপক |||| লেখক : চন্দন চক্রবর্তী |||| তারিখ : 19.12.2020 ||
 হঠাৎ ঘন্টার ধ্বনি শুনে চমক লেগে দেশ শুয়ে শুয়েই ভাবছে :
কিসের ঘন্টা ! কিসের ঘন্টা বাজছে !  
কেউ বলল ; কেন ! মন্দিরের ঘন্টা ! কেউ বলল ইস্কুলের । কেউ বলল…

 


|| ঘন্টা ||

|| বিষয় : রূপক ||

|| লেখক : চন্দন চক্রবর্তী ||

|| তারিখ : 19.12.2020 ||


 হঠাৎ ঘন্টার ধ্বনি শুনে চমক লেগে দেশ শুয়ে শুয়েই ভাবছে :


কিসের ঘন্টা ! কিসের ঘন্টা বাজছে !  


কেউ বলল ; কেন ! মন্দিরের ঘন্টা ! কেউ বলল ইস্কুলের । কেউ বলল কারখানার  ।


কেউ বলল ; উহুঁ ! এটা অন্য রকম !


কেউ বলল; আরে না না,কোথাও আগুন লেগেছে । 


কেউ বলল ; বাজারে,দামের ঘন্টা ! 


কেউ বলল ; দেশটা এবার মরবে,তার ঘন্টা !


কেউ বলল; এটা মৃদু মৃদু আগেও বাজতো । তোমরা কানই দাও না । এটা হল তোমাদের সচেতন হতে বলার ঘন্টা ।


ঠিক তক্ষণি বিকট গলাবাজি করে কেউ বলল ; খবরদার ;চোখ কান বুজে ফিরে শোও সবাই ! এখনো সকাল হয় নি ।


দেশটা আবার চোখ বুজে কান বন্ধ করে মরার মত পড়ে রইল ।


ঠিক তখনই একটা নিশ্ছিদ্র মাঠের দৃশপট ভেসে উঠল ।  ঠিক তখনই দেখা গেল দেশের সমস্ত মানুষ,থুরি প্রাণীগুলো, শিশুখেলা খেলছে ! গুরু গম্ভীর রেফারীর মুখে বাঁশি । 


মাঠের লাইন বরাবর মাসেলস্ ম্যানগুলো লাইন্স ম্যানের ভূমিকায় দৌড় দৌড়ি করছে । রেফারি তার মত করে প্রাণীগুলোকে ইচ্ছাখেলা খেলাচ্ছে । সেই বলল ; ওটা ঘন্টা নয় । আমার বাঁশি । যা শোনা যাচ্ছে পুরোপুরি বিরোধীদের অপপ্রচার । 


মাঠের বাইরেটা এখন দৃশ্যমান । 


অবাক কান্ড !  


যত বুদ্ধিচিতেরা ছিল সব্বার গায়ে জোর করে পাহারাদারের পোশাক চাপানো,মুখে প্লাস্টার  ! আশ্চর্য্য তারপরেও তাদের মুখ থেকে মাঝে মাঝে ছিটকে বেরিয়ে আসছে একটাই শব্দ ,"কেয়াবাৎ কেয়াবাৎ" !!