জেগে উঠুক অগ্নিপথ। ৩০-১২-২০২০প্রবীর কুমার চৌধুরী
চেনা গণ্ডিটা নিমেষেই যাচ্ছে পাল্টে,যতই জন্মভূমিকে দুই হাতে আঁকড়ে ধরতে চাই-মিথ্যা ছলনায় যায় ফসকে ফসকে। অজাতশত্রু কি কেউ থাকবে না-প্রাত্যহিক ঘুম ভাঙবে কি অভাবনীয় দুঃস্বপ্নে?
তোমার দুচো…
জেগে উঠুক অগ্নিপথ। ৩০-১২-২০২০
প্রবীর কুমার চৌধুরী
চেনা গণ্ডিটা নিমেষেই যাচ্ছে পাল্টে,
যতই জন্মভূমিকে দুই হাতে আঁকড়ে ধরতে চাই-
মিথ্যা ছলনায় যায় ফসকে ফসকে।
অজাতশত্রু কি কেউ থাকবে না-
প্রাত্যহিক ঘুম ভাঙবে কি অভাবনীয় দুঃস্বপ্নে?
তোমার দুচোখে প্রেমানু মাখাতে চেয়েছিলাম,
ভালোবাসায় মন্ত্রে স্বর্গ বানাতে গিয়েই-
হটাৎ শত লোভ এসে ধাঁধিয়ে দিল ওদুটি চোখ,
এতগুলো দিন,রাত্রি,সমস্তই যেন মিথ্যা পন্ডশ্রম -
আজ রক্তাক্ত হতে হতে শিখলাম সংসার নয় আপন।
মানুষ কিভাবে হয় পৈতৃক সম্পত্তি ?
তাবে রাখার জন্যে কৌশলে করতে হবে ক্রীতদাস?
দুমুঠো ভাতের বিনিমিয়ে অক্লান্ত পরিশ্রম,রাতে শরীরে -
নিষ্ঠুর পাশবিক অনিচ্ছার গর্ভের সঞ্চার,শুধুই উত্তর পুরুষ।
অগ্নিসাক্ষীর মিথ্যা অজুহাতে হাজার দ্রৌপদীর বস্ত্রহরণ।
এরই নাম যদি হয় জীবন, সমঅধিকার ,বেঁচে থাকা ,
তবে সতীত্বর মিথ্যা স্তুতিবাক্য ভুলে ভঙ্গিল বুকে জাগুক জেহাদ।
মিথ্যা স্বাধীনতা বিদীর্ণ করে জেগে উঠুক অগ্নিপথের অধিকার,
এসো মোমবাতির আগুনেই দাহকরি ভয়,ত্রাস,সকল মিথ্যা অঙ্গীকার।
রক্ত ,মাংসের দুর্গারা ফেটে পড়ে বলো -" সব ঝুটা হ্যায় ,তফাৎ যাও "।
সংরক্ষিত
গড়িয়া,কলকাতা।