বিভাগ -কবিতাশিরোনাম -জন্মকলমে -নন্দিতা মালাকারতারিখ -৩০-১১-২০২০
সুন্দর এই পৃথিবীর যা কিছু সুন্দরএকদিন দেখা হয়ে যাবে শেষযখনি পরবে এ নয়নে অন্তিম নিমেষ।রাত্রি শেষে আসবে নতুন প্রভাত,চলে যাবে ঠিক এইভাবে ভবের খেলা ।সুখে দুঃখে কেটে যাবে …
বিভাগ -কবিতা
শিরোনাম -জন্ম
কলমে -নন্দিতা মালাকার
তারিখ -৩০-১১-২০২০
সুন্দর এই পৃথিবীর যা কিছু সুন্দর
একদিন দেখা হয়ে যাবে শেষ
যখনি পরবে এ নয়নে অন্তিম নিমেষ।
রাত্রি শেষে আসবে নতুন প্রভাত,
চলে যাবে ঠিক এইভাবে ভবের খেলা ।
সুখে দুঃখে কেটে যাবে ঠিক বেলা ।
আমি আজও আছি চেয়ে আকাশ পানে
উৎসুক এ দু নয়ানে ।
যা কিছু দেখি এ দুনয়ানে তা তুচ্ছ নয়
সব কিছু দুর্লভ বলে আজ মনে হয় ।
দুর্লভ এ পৃথিবীর শেষ্ঠ স্থান!
দুর্লভ এ জগত বীনা ব্যর্থ প্রাণ।
তাই বলি যা পাইনি তাও থাক
যা পেয়েছি তাও ---
তুচ্ছ বলে যাকে করেছি অবহেলা
তা আজ মোরে দাও এ বেলা ।।