Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

স্মৃতিকথা।সুগত খাসনবিশ।23/12/2020
সূর্য যখন উঠলো ভোরেমনে পেলাম আশা,সময় এখনো যায়নি চলেবাঁচবে ভালোবাসা।
অন্ধকারের গুহামুখ থেকেআলোর প্রদীপ জ্বলে,হৃদয়ের আলো সহসা কখনোআনমনে কথা বলে!
সন্ধ্যাবেলার গোধূলি আলোয়মনে পড়ে চেনা সুখ,চেনা সে সুখের …

 


স্মৃতিকথা।

সুগত খাসনবিশ।

23/12/2020


সূর্য যখন উঠলো ভোরে

মনে পেলাম আশা,

সময় এখনো যায়নি চলে

বাঁচবে ভালোবাসা।


অন্ধকারের গুহামুখ থেকে

আলোর প্রদীপ জ্বলে,

হৃদয়ের আলো সহসা কখনো

আনমনে কথা বলে!


সন্ধ্যাবেলার গোধূলি আলোয়

মনে পড়ে চেনা সুখ,

চেনা সে সুখের মৃদু সৌরভে

ভালোবাসা একবুক।


স্মৃতির পুকুরে ডুব দিয়ে খুঁজি

সোনালি দিনের কথা,

হারানো মুক্ত খুঁজে ফেরে মন

হারানো সে রূপকথা।


হারানো দুপুর  হারানো বিকেল

ফিরে পেতে চায় মন,

হারানো সময় ফিরে যদি আসে

চঞ্চল এনয়ন!


জীবনের প্রতি বাঁকে সে আসে

স্মৃতির সুরভি নিয়ে,

স্মৃতিটুকু থাক জীবনে আমার 

অমূল্যধন হয়ে।