Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা : বিশ্বাসকলমে : পারমিতা মহান্ত৩/১২/২০
বিশ্বাসে ভর করে কাটে দিন,মাস,বছর!জীবনের প্রতি ছন্দে,গন্ধে,স্পর্শে বিশ্বাসের উত্থান-পতন, বিশ্বাসে আটকানো আশ!ফিরবে ভালবাসার ক্ষণ!অস্থি -মজ্জায় খেলবে জোয়ার!শরীর দাঁড়াবে আবার!
বিশ্বাস হাত পিছ…

 


কবিতা : বিশ্বাস

কলমে : পারমিতা মহান্ত

৩/১২/২০


বিশ্বাসে ভর করে কাটে দিন,মাস,বছর!

জীবনের প্রতি ছন্দে,গন্ধে,স্পর্শে বিশ্বাসের উত্থান-পতন, বিশ্বাসে আটকানো আশ!ফিরবে ভালবাসার ক্ষণ!

অস্থি -মজ্জায় খেলবে জোয়ার!শরীর দাঁড়াবে আবার!


বিশ্বাস হাত পিছলে যায় প্রতিপল!

তবু,বেঁধে রাখা জমানো আবেগ উছ্লে ওঠে,

চারদিনেই প্রাণ প্রতিষ্ঠা থেকে বিসর্জন মঙ্গল ঘটে।

সময়ের নাট্যমঞ্চে অভিনীত বিশ্বাসের ছল!


বিশ্বাস অনাবিল তৃপ্তি আনে মনে!

খোকা আসবে বিজয়ার প্রণাম করতে ঘরে!

এক মুহুর্ত খোকার স্পর্শ পাওয়ার বিশ্বাস দাঁড়ায় দ্বারে!

এক পলকে ধুয়ে যায় রং,মাটি!কাঠামোয় ধরে পচন গোপনে!


ছেলেমানুষ বৌ টি জানলার রড ধরে দাঁড়ায়,

বিশ্বাস এনেছে তার প্রিয় লাল ঢাকাই।

নারী -দেহের প্রেমে হাবুডুবু খায় বিশ্বাসের বেদনাই!

উৎসব শেষে প্রেম বহুদূর!বন্ধু হয়ে বিশ্বাস হাত বাড়ায়।


মাধবীর শরীর ভরে আছে কালশিটে দাগে,

বিশ্বাসে মাকে ডাকে_'স্বামী কে নেশা মুক্ত করো মা',!

বিজয়ার প্রনামের অছিলায় হাত ছোঁয় স্বামীর পা।

বিশ্বাস এবারেও ঠগ্, মনের ঘা তার দগদগে!


বিশ্বাসে মিলায় কিছু,কিছু পড়ে বাঁকি!

এবারে দু বেলায় ছেলেপুলের মুখে জুটেছে অন্ন,

ত্রাণ মিলেছে ঢের,সাবান,শাড়ি পেয়েছে নিজের জন্য।

মন বলে মিলবে দুধ-ভাত!বিশ্বাস বিষম বস্তু, দিয়ে যায় ফাঁকি!