দৈনিক কবিতা প্রতিযোগিতা
#আমি দেখেছি অরুন্ধতীর দ্যুতি
ডা.শামস রহমান ১৭ অগ্রহায়ণ'১৪২৭;০২/১২/২০
প্রেমে মুগ্ধ নয়ন আকাশ কুসুম চয়ন,কি নিবিড় প্রাণের ভাষাসে জীবন শুনেছে মল্লিকা চামেলীর গান,মনের মাঝে ভালোবাসা!সুধা আর ক্ষুধা মনে যার দ্ব…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
#আমি দেখেছি অরুন্ধতীর দ্যুতি
ডা.শামস রহমান
১৭ অগ্রহায়ণ'১৪২৭;০২/১২/২০
প্রেমে মুগ্ধ নয়ন আকাশ কুসুম চয়ন,কি নিবিড় প্রাণের ভাষা
সে জীবন শুনেছে মল্লিকা চামেলীর গান,মনের মাঝে ভালোবাসা!
সুধা আর ক্ষুধা মনে যার দ্বিধা,সে এতটুকু প্রাণে ধরেছিল
তরুশাখে বৈশাখে মুকুল ফোটে,কে যেন অস্ফুট কথা বলে গেল।
সুন্দর বলো যারে ভাষা ছন্দ সমাহারে,সে খুঁজে কারে না জানি
পথে পথে ছড়ানো যত পুষ্প শষ্পে,গাঁথে তার মালাখানি।
বলেছ মন দেয়ানেয়া যেন মুক্তো খুঁজে পাওয়া কোন সাগরে
যতন করেছি সে মন ভরেছি,তুমি আছ সখা অন্তরে!
একটু কাছে পাওয়ার অসীম আশায়, ঘুরেছি কত না দেশদেশান্ত
আকাশ বলে যেন আর একটু খুঁজো,সে রয়েছে মনের প্রান্তে!
আশা যত ফুটে আছে সে মনের মুকুরে,জ্বলেছে প্রদীপ ভাতি
সারাজীবন পড়ে রইল তোমার,সাগর পাড়ি দেবে সাথী।
অজানার মাঝে হারাই পথশেষে,দিগন্ত ছুঁয়েছে স্বপ্ন
আর একটু পাড়ি দিয়ে উল্লাস মাতি,দেখি তুমি দাঁড়িয়ে আছ নিসঙ্গ!
ঐ বিশাল আকাশে মন বাতাসে ভাসে,কতদূর নিয়ে যাবে বলো
পথের ঠিকানা হারিয়ে সে আজ মেঘবালিকার পাশে ছিলো।
চোখে চোখ রেখে দেখেছি সে রাতে অরুন্ধতীর দ্যুতি
মুঠোভরা জোছনায় মনের আয়নায়,ভ্রমে স্বপ্ন না মায়াবী স্বাতী?
#কবিস্বত্ব_সংররক্ষিত।