Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগঃ- কবিতাশিরোনামঃ-"আজ উন্মুক্ততা"কবির নামঃ- চিরদীপ দেতারিখঃ-০২/১২/২০২০==================রকমফেরের পেষা যাঁতাকলেনিয়ম মাফিক পেষা'ই হই..আদ‍্যোপান্ত জীবন'ই ভ্রান্ত"উন্মুক্ত" আর হলাম কই ?
কেউ বা বন্দী সো…

 


বিভাগঃ- কবিতা

শিরোনামঃ-"আজ উন্মুক্ততা"

কবির নামঃ- চিরদীপ দে

তারিখঃ-০২/১২/২০২০

==================

রকমফেরের পেষা যাঁতাকলে

নিয়ম মাফিক পেষা'ই হই..

আদ‍্যোপান্ত জীবন'ই ভ্রান্ত

"উন্মুক্ত" আর হলাম কই ?


কেউ বা বন্দী সোনার খাঁচায়

দাবীদাওয়া হীন লড়াই শেষ..

মানিয়ে নিয়েছে রোজের মৃত্যু 

আবদ্ধ'তাই আজ অভ‍্যেস।।


কারুর চেতনা গচ্ছিত রাখা

শপথ আবেগ মূল্যহীন..

কাঙ্খিত চাওয়া সংগোপনীয়

"উন্মুক্ততা" পর অধীন।।


স্পর্ধিত বুক স্পর্ধা হারায় 

আগুন নেভায় নিঃসাড়ে..

প্রতিবাদ গুলো প্রীতিবাদ হয়

প্রথাগত হার প্রতিবারে।।


যে বোধিবৃক্ষ শাখা প্রশাখায়

মাটি বুক চিরে আকাশ ঠাঁই..

"উন্মুক্ততা" সেও হারিয়েছে

সুখী গৃহকোণে সে "বনসাই"।।


সামঞ্জস‍্য জীবন ও জীবনী

স্বায়ীঘৃণা চাপা প্রতি ভাঁজে..

না ফেরে "ফেরারী উন্মুক্ততা"

আমৃত্যু মানা লোকলাজে।।


ভাঙন ধরেছে পাঁজরে আমারও

চুঁয়ে পড়ে মন অবিরত..

ছুঁয়ে পেতে চাই "উন্মুক্ততা"

হাসি মুখে ঢাকি হৃদ'ক্ষত।।


আমিও ভন্ড ভনিতা ছড়াই

স্বকীয় সাজানো কিস্তিমাৎ..

উন্মুখ থাকি "উন্মুক্ততায়"

চোখে নোনাজল অকস্মাৎ ||