সৃষ্টি সাহিত্য যাপন
যা আছে থাক
শ্যামলী পাল ,৬/১২/'২০ইং
যা ভাবিস তুই ওরে তাই নিয়ে থাক সময় যা গেছে যাক তা চলে যাক।এখনও সম্মূখে বিস্তৃত অনন্ত প্রশান্ত এখনও রয়েছে শ্যামল সবুজ দিগন্ত।
মনে রেখো সময় নেই তোমার প্রতীক্ষায়যদি…
সৃষ্টি সাহিত্য যাপন
যা আছে থাক
শ্যামলী পাল ,৬/১২/'২০ইং
যা ভাবিস তুই ওরে তাই নিয়ে থাক
সময় যা গেছে যাক তা চলে যাক।
এখনও সম্মূখে বিস্তৃত অনন্ত প্রশান্ত
এখনও রয়েছে শ্যামল সবুজ দিগন্ত।
মনে রেখো সময় নেই তোমার প্রতীক্ষায়
যদি পারো হতে নদী ফিরে দেখা নয়।
এই সুন্দর সমতল পাহাড় ভূতল অতল ,
সুন্দর পৃথিবী বন্ধুর ভূমি উঁচু নীচু বনতল ।
তোমার নিজের দুচোখে পৃথিবী একটাই ,
অধিকার নিয়ে বলো তুমি বাঁচতে চাই।
ওরা আছে থাক যারা আছে তারাও বাঁচুক,
ওরাও বাঁচতে ন্যায় অন্যায় বুঝতে শিখুক।
তুমিও গান গাও মানুষের জন্য প্রাণের গান,
তুমিতেই রেখো শব্দ প্রেমে দেশের মান।
তোমার মায়ের মুখে তোমার হাসি
মায়ের চোখে তোমার চোখ দিবা শশী ।
যা চলে গেছে যাক ,যা আছে তা যাক
যা আছে থাক ওরে তাই নিয়ে থাক ।
শিরোনাম~*যা আছে থাক*
কলমে ✍️~$®P শ্যামলী পাল