Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন
    #জীবনটা_অভিনয়      #কবিতা_সামন্ত
জীবনটা গল্প হলেও সত্যি তবে সবাই আমরা গল্পের এক একটা চরিত্র।যে; যে চরিত্রে নিপুণ তাকেতাকে সেই চরিত্র অনুযায়ী পাঠে অভিনয় করতে বলা হোল।আমরা মানুষরা এতোটাই লোভীআর অকৃতজ্ঞ যে নিজ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন


    #জীবনটা_অভিনয় 

     #কবিতা_সামন্ত


জীবনটা গল্প হলেও সত্যি 

তবে সবাই আমরা গল্পের 

এক একটা চরিত্র।

যে; যে চরিত্রে নিপুণ তাকে

তাকে সেই চরিত্র অনুযায়ী 

পাঠে অভিনয় করতে বলা হোল।

আমরা মানুষরা এতোটাই লোভী

আর অকৃতজ্ঞ যে নিজের পাঠে

অভিনয় ছেড়ে অন্যের পাঠে 

নতুন একটা চরিত্র সৃষ্টি করি নিজ থেকেই।

ঠিক যেমনটি পাঠ ভবনে নিজের 

পাঠ ছেড়ে;অন্যকে জ্ঞান দিতে

শুরু করি;ঠিক তেমন।

অথচ নিজের ভাণ্ডে জ্ঞান শুন্য।

নিজেদেরকে মনে করি নিপুণ অভিনেতা,

অভিনয় জগতে আবারও নতুন অভিনয়,

আসলে বাস্তব অভিনয় টাই যে নিপুণ 

ভাবে করতে পারিনা।

যেদিন নিজেদের অভিনয় টা ঠিক মতো

করতে পারবো সেদিন এই অভিনয়টাই

আর করতে হবেনা।

জীবনের গল্পটা গল্প না হয়ে সত্যি হয়ে উঠবে।