Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টিসুমিতা ভট্টাচার্য্যনীরব প্রেমযখন তুমি ছিলে আমারধরাছোঁয়ার মাঝে,তেমন করে কিছুই ভাবিনি,মনে ও পরেনি কোন দাগ।হয়তো তুমি বোঝাতে চেয়েছোঅনেক কিছু , তোমার চোখের দৃষ্টিদিয়ে,সে ভাষা পড়তে পারিনি।তার পর নীরবে দুরে চলে গেছো তুমিএকবু…

 


সৃষ্টি

সুমিতা ভট্টাচার্য্য

নীরব প্রেম

যখন তুমি ছিলে আমার

ধরাছোঁয়ার মাঝে,

তেমন করে কিছুই ভাবিনি,

মনে ও পরেনি কোন দাগ।

হয়তো তুমি বোঝাতে চেয়েছো

অনেক কিছু , তোমার চোখের দৃষ্টি

দিয়ে,সে ভাষা পড়তে পারিনি।

তার পর নীরবে দুরে চলে গেছো তুমি

একবুক ভালোবাসা নিয়ে,তখনো বুঝিনি আমি

কতখানি নিঃস্ব হয়ে গেছি,তোমায় হারিয়ে।

তার পর কতদিন পরে,

দেখা হলো এক মায়াবী সন্ধায়

তোমার সাথে , তখন তুমি মগ্ন তোমার

প্রেয়সীর প্রেমে ,আপ্লুত তার ভালো বাসার ছোঁয়ায়,    

আমি স্তব্ধ হয়ে, গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম

এক অব্যক্ত ভালোবাসা হারাবার চরম যন্ত্রণা য়।

তুমি দিতে চেয়েছিলে দুহাত ভরে

আমি নিতে পারিনি আমার অক্ষমতায়।

আজো তাই জড়িয়ে আছি তোমার দেওয়া

সেই ভালোবাসার জালে জানি তুমি আর নেই

আমার , তবু ভালবেসে যাবো গো তোমায়।।