Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কাটবে রিপুর  বাঁধনকলমে-সব্যসাচী প্রামাণিক২৩/১২/২০২০ 
লড়াই করি নিজের সাথে শুধু,শত্রু নিয়ে আপন ঘরে বাস ।যখন দেখি জিতছে 'ভালো আমি'বুকের মাঝে বাড়ে সুখের আশ ।
আবার দেখি হারে মনের ভালো, বেশি সময় এমন হারা ঘট…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কাটবে রিপুর  বাঁধন

কলমে-সব্যসাচী প্রামাণিক

২৩/১২/২০২০ 


লড়াই করি নিজের সাথে শুধু,

শত্রু নিয়ে আপন ঘরে বাস ।

যখন দেখি জিতছে 'ভালো আমি'

বুকের মাঝে বাড়ে সুখের আশ ।


আবার দেখি হারে মনের ভালো, 

বেশি সময় এমন হারা ঘটে ।

উদাস হয়ে থাকি তখন আমি,

খারাপ-ভালো মিশিয়ে আমি বটে !


এমনি ভাবে কাটে আমার দিন,

ভালোর পানে বাড়িয়ে থাকি হাত !

চাইযে হতে শুদ্ধ তর আমি-

যুদ্ধ মনে চলেযে দিন রাত ।


কামনা মোর  রয়না কেন বশে ?

লালসা দেখি মনে শাসন করে !

রাগের কাছে,লোভের কাছে হার !

নকল মোহে বাঁধে জীবন মোরে !


গরবে মনে মত্ত হয়ে থাকি -

কারণ ছাড়া কেঁদেই ওঠে মন-

ষড় রিপুর ফাঁদে সবাই প'ড়ে-

করি লড়াই যত মানুষ জন !


এমন ভাবে লড়তে যদি থাকি,

শুদ্ধ হবো সকল সুধী জনে !

শুদ্ধ চেতন মনে ভরে নিয়ে -

কাটবে রিপু,মুক্ত হবো মনে !