Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।কবিতাঃশিশুশ্রম আর নয়।কলমেঃ শামসুন নাহার। ১৮/১২/২০
সকল শিশু ফুলের মতো,শিশুশ্রম আর নয়।ওদের ও আছে মৌলিক চাহিদা,বাঁচারঅধিকার।তাদের তরে সুদিন হোক উদয়!
ছোট ছোট পথশিশুদলপাবে কেন ভয়?মাতা পিতা থাকুক না থাকুক,সকল শিশু পাক…

 


সৃষ্টি সাহিত্য যাপন।

কবিতাঃশিশুশ্রম আর নয়।

কলমেঃ শামসুন নাহার। 

১৮/১২/২০


সকল শিশু ফুলের মতো,

শিশুশ্রম আর নয়।

ওদের ও আছে মৌলিক চাহিদা,বাঁচারঅধিকার।

তাদের তরে সুদিন হোক উদয়!


ছোট ছোট পথশিশুদল

পাবে কেন ভয়?

মাতা পিতা থাকুক না থাকুক,

সকল শিশু পাক সর্বদা নিরাপদ আশ্রয়।


কোন প্রকার যৌন হয়রানি নয়!

জন্ম থেকে যৌবন হোক আনন্দে শিক্ষাময়।

তাদের হোক সুন্দর মনন

সর্বক্ষেত্রে ওরা হোক অকুতোভয়!


পেট পুড়ে খাবে ভাত,ভূখা আর রইবেনা,চোখে জল আর নয়।

এসো বন্ধু,সুধীজন,দেশবাসী

বদলে দেই দৃশ্যপট এখুনি সময়!


মনের আকাশে যে তিক্ত মেঘ জমে।তা বড় ভয়ঙ্কর যেন নিশ্চয়।

মনকে পাথর হতে দিওনা আর,

ওদের তরে ভালবাসা বৃষ্টি ঝরুক,

নহে প্রলয়!


কষ্টের জীবন ফেরী আর করবেনা ওরা

দেখাতে হবে সদাই সুন্দর স্বপন!

দুঃখ,বেদনা, হতাশা বর্ষণ আর নয়।

সুশিক্ষার আলোয় জীবনকে ওরা

করবে মধুময়!


শিশুরা ফুলের মতো,কাদা মাটির মতো।যেমন গড়বে তেমনি হয়।

আমরা সর্বদা ওদের ভালবাসবো

শিশুর ভারীশ্রম আর কখনও নয়।