সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ ---------- কবিতা কবিতার নাম ---- রাজার গানকলমে ----------- তরু তালুকদার তারিখ ---------- ১৩/১২/২০২০
বিবেক আমার মরেছে কবেই বুদ্ধি দিয়েছি বেঁচে , হীরক রাজার সেই মন্ত্র বলে চলছি নেচে নেচে ।
বলছেন…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ ---------- কবিতা
কবিতার নাম ---- রাজার গান
কলমে ----------- তরু তালুকদার
তারিখ ---------- ১৩/১২/২০২০
বিবেক আমার মরেছে কবেই
বুদ্ধি দিয়েছি বেঁচে ,
হীরক রাজার সেই মন্ত্র বলে
চলছি নেচে নেচে ।
বলছেন রাজা করছি সেসব
আধা পেটে মোরা খাই,
যন্ত্র মন্ত্র ঘরেতে আমাদের
হয়েছে মগজ ধোলাই।
সবাই এখন চলছি দেশে
রাজার দেওয়া মন্ত্র ,
রাজার সুরে গাইছি গান
দিয়েছে যেমন যন্ত্র ।
রাজাই মোদের কলের চাবি
তারই গুণকীর্তন গাই,
দুঃখের মাঝেও সুখের গান
গাইতে হবে রে ভাই ।
তাইতো সকল প্রজাগণ
গাইছে রাজার গান ,
নইলে সবার থাকবে দেহ
থাকবেনা তার প্রাণ।