Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা 'ছেঁড়াফাটা শব্দগুলি'শ্রীমন্ত সেনতাং-২৩-১২-২০
জ্যোৎস্না ভেঙে ভেঙে অন্ধকারে গেছি,ছেঁড়াফাটা সম্পর্কের দাগ দিয়ে গেছে কত অস্ফুট জলের শব্দ, তবু ব্যর্থ দাগ-রাজি।এক-গুঁয়ে কাল শুধু বেঁকেই বসেছে,নদী আর হল কই? তাই বুকের ভিতরেবন…কবিতা 

'ছেঁড়াফাটা শব্দগুলি'

শ্রীমন্ত সেন

তাং-২৩-১২-২০


জ্যোৎস্না ভেঙে ভেঙে অন্ধকারে গেছি,

ছেঁড়াফাটা সম্পর্কের দাগ দিয়ে গেছে কত 

অস্ফুট জলের শব্দ, তবু ব্যর্থ দাগ-রাজি।

এক-গুঁয়ে কাল শুধু বেঁকেই বসেছে,

নদী আর হল কই? তাই বুকের ভিতরে

বন্ধ পারাপার-খেয়া। ধূসর চরের ফাঁদে

জল-পিপিদের হাহাকার। শষ্পের মঞ্জরী

ঝরে পড়ে মূক অভিমানে ব্যর্থ দিনের মত।


মাধুকরী করে আনি যত মুঠি সুখ—সব 

হাত গলে পড়ে যায় নিঃস্পৃহ উঠোনে।

অবেলার রোদ আনে কিছু ছেঁড়া চিঠি, 

কিছু অগোছালো বর্ণমালা, আশা-নিরাশার দ্বন্দ্ব। 

ঠিকানা অধরা থাকে, ধরা দেয় শুধু

কাটাকাটা কিছু কথা… ‘ভালো’, ‘ইতি’, ‘ফিরে’।


ছেঁড়াফাটা শব্দগুলি কাঁদে সারারাত,

অনুপুঙ্খ লিখে রাখে ভোরের শিশির।  

------