সৃষ্টি সাহিত্য যাপনকবিতা ছেলের বায়নাকলমে জয়ন্তী ভারতীতারিখ ২৩,১২,২০২০বাড়িয়ে দাও তোমার হাতআমি শক্ত করে তোমারআঙুল ধরতে চাই।আমরণ কাছে রাখতে চাই।
আমার মুখের প্রথম শব্দ বাবাআর তা শুনে তুমিআনন্দে আত্মহারা হয়ে ছিলে।আর আজযখন ত…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা ছেলের বায়না
কলমে জয়ন্তী ভারতী
তারিখ ২৩,১২,২০২০
বাড়িয়ে দাও তোমার হাত
আমি শক্ত করে তোমার
আঙুল ধরতে চাই।
আমরণ কাছে রাখতে চাই।
আমার মুখের প্রথম শব্দ বাবা
আর তা শুনে তুমি
আনন্দে আত্মহারা হয়ে ছিলে।
আর আজযখন তুমি আমায়
আমার বাবা বল,
আমি তোমারি মতন
আনন্দে আত্মহারা হয়ে যাই।
শৈশবে আমার হাত ধরে
একপা দুপা করে তুমি ই
আমাকে হাঁটাতে শিখিয়েছিলে।
তাইবৃদ্ধ বয়সে যখন তোমার হাঁটার
ক্ষমতা কমে আসবে,
হাত দুটো শক্ত করে ধরে
একপা দুপা করে আমি তোমায় হাঁটাবো।
সেই ছোট থেকে খাবার সময় খুব বিরক্ত করতাম
একদম খেতে চাইতাম না,
তুমি নতুন নতুন গল্প বলে
আমাকে খাবার খাওয়াতে।
আর রাতে যখন কিছুতেই ঘুমাতে চাইতাম না
তুমি আমার পাশে শুয়ে, মাথায় হাত বুলিয়ে,
ঘুম পাড়িয়ে দিতে।
ছোট থেকেই আমি তোমার ন্যাওটা ছিলাম
সব সময় তোমার গায়ে লেপটে থাকতাম
ছোটবেলার মতন বুকের মাঝে
আমিও তোমাকে জাপটে জড়িয়ে থাকতে চাই।
আমি তোমাকে দেখেই বড় হয়েছি বাবা
তোমার আদর্শ ,তোমার নীতি ,তোমার শিক্ষা,
সর্বোপরি তোমার স্টাইল
আমাকে মুগ্ধ করতো।
আমি তোমারি মতন হবার চেষ্টা করেছি মাত্র।
ছোটবেলা থেকে যেভাবে তুমি আগলে আগলে বড় করেছ
ঠিক সেভাবেই আমি তোমাকে আগলে রাখতে চাই,
তোমার যত্ন করতে চাই।
একটা সুন্দর ছোটবেলা তোমাকে উপহার দিতে চাই।
সেখানে তুমি আমার ছোট্ট সোনা,
আর আমি তোমার বাবা।
আজ তোমার হাত দুটি আমার হাতের মধ্যে
দায়িত্বের বন্ধনে বাঁধা।
এই বন্ধন দিনে দিনে আরও মজবুত করতে চাই।
তোমার অবলম্বন, তোমার ভরসা ,তোমার লাঠি,
হতে চাই আমি, বাবা।
আমাকে সে সুযোগ দেবে তো বাবা?