Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

🌼"ভাঙার খেলা"🌼                   ✍️ মৌমিতা দে ধর.....
আমি হাজার হাজার বছর ধরে বেঁচে আছি এই মহামানবের পৃথিবীতে !অনেক দূরথেকে সব দেখছি, দেখছি ভাঙার খেলায় মত্ত যারা তাদের মত্ততা !আমি অবাক হচ্ছি, হচ্ছি ক্রমশঃই নির্বাক !স…

 


🌼"ভাঙার খেলা"🌼

                   ✍️ মৌমিতা দে ধর.....


আমি হাজার হাজার বছর ধরে বেঁচে আছি এই মহামানবের পৃথিবীতে !

অনেক দূরথেকে সব দেখছি, দেখছি ভাঙার খেলায় মত্ত যারা তাদের মত্ততা !

আমি অবাক হচ্ছি, হচ্ছি ক্রমশঃই নির্বাক !

সব ভাঙছে, এক এক করে সবকিছু ভেঙে যাচ্ছে !

দারুন বন্যার জলে নদীর পার ভাঙছে,

অচিরেই ভাঙছে তাতে কত বাড়িঘর, 

নির্মম করাতের আঘাতে ভাঙছে কত শত বনরণ, 

হাত ফস্কে ভাঙছে বাড়ির প্রিয় চায়ের কাপ, 

মানুষের খেলায় ভাঙছে মানুষের মন, 

দিন প্রতিদিন বাড়ছে ততই শিশুর মনে চাপ, 

ঐ দূরে একটা নগর ভাঙছে, 

কূটনীতির চক্রে শেষে দেশ ভাঙছে, 

প্রতিদিনের কত স্বপ্ন ভাঙছে, 

শিক্ষিত বেকার যুবকের ধৈর্য ভাঙছে, 

দৈন পিতার আশ্বাস ভাঙছে, 

বাস থেকে পরে হাত-পা ভাঙছে, 

মিশ্রিত দ্রব্যে ফ্ল্যাট-কমপ্লেক্স ভাঙছে, 

ছোট্ট শিশুর খেলনা ভাঙছে, 

হৃদয় ক্যানভাসে রক্ত-শিরা-ধমনি ভাঙছে, 


আজ জীবন ভাঙার খেলায় ভাঙন অবিরাম, V

বিশ্ব-স্বপ্ন-জাতি-ধর্ম সব হচ্ছে খানখান !

ভাঙার খেলা আজ চারিধারে চলছে নিরন্তর, 

যেথা দেশ-মন-নদী-জাতি কেউ নেই অন্তর !

মহাশক্তি আজ করছে খেলা জীবন সরোবর, 

এই নদীতে ডুবতে হবে জেনো সবাই নটবর !