Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা  : কাজের মেয়ে কলমে-সব্যসাচী প্রামাণিক ০৭/১২/২০২০
আমার যত বন্ধু আছে,রূপে জগৎ আলো !আমি ছাড়া সবাই লক্ষ্মী, সব মেয়ে রা ভালো !
আমিই শুধু সুন্দরী নয়,আমি কাজের মেয়ে !যার হাতেরই গড়া রুটি,খাচ্ছো তোমরা চেয়ে !
আমি শুধ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা  : কাজের মেয়ে 

কলমে-সব্যসাচী প্রামাণিক 

০৭/১২/২০২০


আমার যত বন্ধু আছে,

রূপে জগৎ আলো !

আমি ছাড়া সবাই লক্ষ্মী, 

সব মেয়ে রা ভালো !


আমিই শুধু সুন্দরী নয়,

আমি কাজের মেয়ে !

যার হাতেরই গড়া রুটি,

খাচ্ছো তোমরা চেয়ে !


আমি শুধু অশুচি আর-

নোংরা আমার সাজ !

আমার হাতেই কাচা কাপড়

ঢাকছে তোমার লাজ !


মাসের শেষে গুনতি টাকায়

বাবার ওষুধ কিনি ,

মাসকে বাজার করি আর দিই

ভাইয়ের টিউশানি  !


ছোটো বোনটা পালিয়ে গেছে-

আমার স্বপন নিয়ে !

ছেলে টা রোজ স্টেশনেতে-

আসতো আমায় দিয়ে !


বোন টা অনেক রূপবতী, 

কোরতো পড়া শোনা । 

আনন্দেতে ভোরো ঠাকুর-

ওদের জীবন খানা !


সেই যে কবে ছোট্ট বেলায়-

মা হারা ভাই-বোন !

দিদি আমি,বেঁধে বুকে-

বেড়েছি তিন জন !


বাবার তেমন আয় ছিলো না, 

সঙ্গে নেশা-ভান !

ওরা অনেক ছোট্ট ছিলো,

নিলাম মায়ের স্থান !


স্বপ্ন গুলো পিষে পায়ে,

অনেক বছর গিয়ে-

ওদের স্বপ্ন নিয়ে বাঁচি-

কাজের মেয়ে হয়ে !