সৃষ্টি সাহিত্য যাপনকবিতার শিরোনাম-তোমাকে লেখা শেষ চিঠি কলমে-পাপাই দাস ১৪/১২/২০_________________________________________
আজ অনেকটা দিন হয়ে গেলো তুমি নেই কাছে, পরাজিত মন শুধু ভেবেই যায় তোমাকে, কিছু কথা বলত…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতার শিরোনাম-তোমাকে লেখা শেষ চিঠি
কলমে-পাপাই দাস ১৪/১২/২০
_________________________________________
আজ অনেকটা দিন হয়ে গেলো তুমি নেই কাছে, পরাজিত মন শুধু ভেবেই যায় তোমাকে, কিছু কথা বলতে চেয়েছিলো মন, ব্যাকুলতা আটকে রেখে বলা হয়নি তোমাকে, কিছু শব্দ থেকে গেছে অবহেলিত মনের গভীরে।
অনেকদিন তো হলো এবারে কি ভুলে যাবে না তুমি? এভাবেই কি থেকে যাবে আমার মনে চিরকাল?
আজ নানান বাহানায় নিজেকে সামলে রাখি অযত্নের সীমারেখাকে পার করে,
তুমি খোঁজ নিয়েছিলে কি কখনও ?
এই মনের সাগরে প্রতিদিন কত ঢেউ বয়ে যায় তোমারই কারণে!
চিতার ভম্ম জ্বলে মনের আবেগের প্রবণতায়, এক-তরফা ভালোবাসার টান তুমি কি কখনই বুঝোনি আমার?
নিরবতার সাগরে ডুবে গিয়েছি আমি বারে বার, কখনও কি টের পাওনি তুমি?
হাজার ও যন্ত্রণাকে করেছি পার, অবুঝের মতন থেকে গেছো তুমি!
স্বার্থের সুযোগের হাতছানি দিয়েছিলো তোমাকে, কতদিন তো হয়ে গেলো, এবার ভুলে যেতে দাও আমায়?
তুমি তো বেশ গুছিয়ে নিয়েছো নিজেকে ভালোবাসার দিয়ে ঘর!
কিন্তু আমি!
আজও রয়ে গেছো তুমি আমার কল্পনায়!
মিথ্যে মায়ায় জড়ানোর অবিরত অভ্যাস এবার ভুলে যেতে দাও আমায়?
_________পাপাই ✏️