✍️ ম্যাহেক
বেশ্যা, গৃহবধু, পর্ণস্টার বা ট্রান্সজেন্ডার,
সাজগোজ, চালচলন আর ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে এত বড় সাহস কার??
সবাইকে নিজের ইচ্ছেয় সাজিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ঈশ্বর,
সমালোচনা না করে প্রশংসা করুন তার।
দিনের শেষে নিজের …
✍️ ম্যাহেক
বেশ্যা, গৃহবধু, পর্ণস্টার বা ট্রান্সজেন্ডার,
সাজগোজ, চালচলন আর ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে এত বড় সাহস কার??
সবাইকে নিজের ইচ্ছেয় সাজিয়ে
পৃথিবীতে পাঠিয়েছেন ঈশ্বর,
সমালোচনা না করে প্রশংসা করুন তার।
দিনের শেষে নিজের কৃত কর্মের
হিসেব নিকেশ করুন আগে,
তারপর নেবেন অন্যের নিন্দের, বিশ্লেষণের ভার।
নিজের দাদাগিরি বা দিদিগিরির পরিচয় না দিয়ে, শিক্ষা, রুচি আর বংশমর্যাদার পরিচয় দিন.........